দ্বিতীয় বার বিয়ে করলেন রাহুল-রুক্মা, কবজি ডুবিয়ে ভূরিভোজ খেলেন সকলে, ভাইরাল মেনু

বাংলাহান্ট ডেস্ক: একজন অভিনেতা বা অভিনেত্রী কতবার বিয়ে (Wedding) করেন? ব্যক্তিগত জীবন বাদ দিলে অভিনয়ের খাতিরে যে কতবার তাঁদের বিয়ের পিঁড়িতে বসতে হয় তা হয়তো অনেকেই গোনেন না। এমনকি অনেকে তো একই অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গেই একাধিক বার বিয়ে করেন। যেমন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) এবং রুক্মা রায় (Rooqma Roy)।

গত বছরেই ‘দেশের মাটি’ সিরিয়ালে রাহুল রুক্মার বিয়ের দৃশ্য দেখেছিল দর্শকরা। সেখানে তাঁরা ছিলেন রাজা মাম্পি জুটি। আর সম্প্রতি আবারো তাঁদের বিয়ের পিঁড়িতে বসতে দেখা গিয়েছিল। তবে এখানে তাঁরা বিক্রম এবং অনামিকা। জি বাংলার ‘লালকুঠি’ সিরিয়ালে সদ্য তাঁদের বিয়ের ট্র্যাক দেখানো হয়েছে।

IMG 20220618 194058
রহস্য আর নাটকীয়তায় ভরা বিয়ের অনুষ্ঠান তো পর্দায় দেখেছেন দর্শকরা। কিন্তু যেটা অদেখা রয়ে গেল, অর্থাৎ ভূরিভোজের আয়োজন সেটার কী হবে? হ্যাঁ, বিয়েটা অনস্ক্রিনে হয়েছে ঠিকই, কিন্তু জমিয়ে খাওয়াদাওয়া হয়েছে অফস্ক্রিনে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সে বিয়ের মেনু কার্ড, যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। দেখে নিন রাজকীয় বিয়ের মেনু কার্ড।

প্রথমে নানান পানীয় দিয়ে শুরু করে স্টার্টারে ছিল চিকেন রেশমি কাবাব, ফিশ ফিঙ্গার, পনীর টিক্কা এবং হরাভরা কাবাব। মেন কোর্সে প্রথম পাতেই ছিল কড়াইশুঁটির কচুরি, তাওয়া লাচ্ছা পরোটা, গার্লিক নান, কড়াই পনীর, নবরত্ন কোর্মা, স্টাফড আলুর দম। এছাড়াও ছিল ফিশ ফ্রাই, কবিরাজি কাটলেট, আফগানি মটন কিমা, মটন বিরিয়ানি, চিকেন চাপ, বাসন্তী পোলাও।

https://www.instagram.com/p/CegUctLhiRX/?igshid=YmMyMTA2M2Y=

শেষ পাতে চাটনি, পাঁপড় ভাজা, বেকড দই, রাবড়ি জলেবি, মিহিদানা টার্ট, চকো মাড পাই এবং নলেন গুড়ের আইসক্রিম দিয়ে মধুরেণ সমাপয়েৎ। নতুন বর বউ তো খেয়েইছে, সঙ্গে কবজি ডুবিয়ে ভূরিভোজ খেয়েছে সিরিয়ালের গোটা টিম। উদরপূর্তি করে এবার লালকুঠির রহস্য উদ্ঘাটনের পালা।

Niranjana Nag

সম্পর্কিত খবর