‘হাম দো হামারে দো-এরাই তো দেশ চালাচ্ছে’, সংসদে দাঁড়িয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের

বাংলাহান্ট ডেস্কঃ নয়া রূপে এক পুরনো শ্লোগান ব্যবহার করে কেন্দ্র সরকারকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (rahul gandhi)। সংসদের বাজেট অধিবেশন, এমনকি প্রধানমন্ত্রীর ভাষণেও অনুপস্থিত থাকার পর বৃহস্পতিবার অধিবেশনে যোগ দিয়েই অ্যাকশন মুডে দেখা গেল রাহুল গান্ধীকে।

প্রথম থেকেই কেন্দ্রের সঙ্গে সব বিষয়েই তাঁর মতপার্থক্য দেখা গেছে। এবার পরিবার নিয়ন্ত্রণে ব্যবহৃত হওয়া একটি পুরনো শ্লোগান ব্যাবহার করেই তোপ দাগলেন কেন্দ্রের দিকে। রাহুল গান্ধীর আক্রমণের ভাষায়, ‘পরিবার নিয়ন্ত্রণের একটা স্লোগান ছিল না- ”হাম দো, হামারে দো”, সেরকমই এই দেশ চালাচ্ছেন ”হাম দো, হামারে দো”। অর্থাৎ ৪ জন। আর এই ৪ জনের বিষয়ে তো সবারই জানা আছে’।

RG 0

রাহুল গান্ধী সরাসরি কারো নাম না করলেও, তিনি যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, মুকেশ আম্বানি এবং গৌতম আদানির কথাই বলতে চেয়েছেন, একথা সকলেরই প্রায় জানা। তাঁর কথায়, ‘এটাকে যদি কৃষক আন্দোলন ভাবেন, তাহলে ভুল ভাববেন। এটা সমগ্র ভারতের আন্দোলন। কৃষকরা এই আন্দোলনের শুধুমাত্র সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছেন’।

কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে রাহুল গান্ধী আরও বলেন, ‘কেন্দ্র সরকারের কৃষি আইনের উদ্দেশ্যে হল তাঁর বন্ধুদের সাহায্য করা। প্রথম আইনের সাহায্যে আমাদের দেশের ছোট দোকানদান, মান্ডি কর্মী, ঠেলাওয়ালাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়ে সব ফসল বন্ধুর হাতে তুলে দেওয়া। দ্বিতীয় আইনে, অন্য বন্ধু ফসলের ৪০ শতাংস তাঁর গুদামে রেখে সুযোগ বুঝে চড়া দামে তা বিক্রি করবে। আর তৃতীয় আইন করা হয়েছে যাতে করে কৃষকরা ফসলের ন্যায্য দামের অধিকারে আদালতে না যেতে পারেন’।

rahulgandhi 15 1465966272

তবে এদিনের অধিবেশনে কৃষক আন্দোলন সম্পর্কে মন্তব্য রাখার আগেই ‘২০০ জন’ মৃত কৃষককে শহিদ আখ্যা দিয়ে তাদের স্মরণ করে ২ মিনিটের নীরবতা পালন করেন রাহুল গান্ধী। ডিএমকে (DMK) এবং তৃণমূল সাংসদরাও তাঁর সঙ্গে যোগ দেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর