‘আটা এখন ৪০ টাকা লিটার” জনসভায় রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে হাসির রোল নেটদুনিয়ায়

বাংলা হান্ট ডেস্কঃ অতীতেও একাধিক সময় বিজেপির (Bharatiya Janata Party) বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে বেফাঁস মন্তব্যের কারণে ট্রোলের শিকার হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিনও কংগ্রেসের ‘হাল্লা বোল’ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একইভাবে ট্রোল হলেন তিনি। ইতিমধ্যে তাঁর একটি বক্তব্য গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে চলেছে, যেখানে সাধারণ মানুষের পাশাপাশি বিজেপি নেতারাও রাহুলের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে।

এদিন দেশে বিজেপি সরকারের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ‘হাল্লা বোল’ সমাবেশের আয়োজন করে কংগ্রেস। বর্তমান সময়ে আটা, তেল, পেট্রোল-ডিজেল থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে, তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে দেশের প্রধান বিরোধী দল।

এদিন রামলীলা ময়দানে ‘হাল্লা বোল’ সমাবেশে হাজির হন কংগ্রেসের একাধিক শীর্ষ নেতারা। উক্ত সমাবেশে মোদী সরকারের বিরুদ্ধে বক্তৃতা দিতে উঠেই বেফাঁস মন্তব্যের জেরে ট্রোল হয়ে বসলেন রাহুল গান্ধী। সেই সংক্রান্ত একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়ে চলেছে।

কি রয়েছে ভিডিওতে? আসলে বিজেপি সরকারের মুদ্রাস্ফীতির বিরুদ্ধে এদিন বক্তব্য রাখতে ওঠেন রাহুল। সেই সময় দুধ, আটা, পেট্রোল ডিজেল এবং তেলের দাম বৃদ্ধি নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি। এরপর আটার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “আগে আটা ২২ টাকা লিটারে পাওয়া যেত আর এখন প্রতি লিটার আটা বিক্রি হচ্ছে ৪০ টাকায়।” ফলে ‘কেজি’-র পরিবর্তে মুখ ফস্কে ‘লিটার’ বলে ফেলায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় রাহুলের বক্তব্যটি।

উল্লেখ্য, বর্তমানে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এই সংক্রান্ত একটি ভিডিও ক্রমশ ভাইরাল হয়ে চলেছে। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাই এটি শেয়ার করার পাশাপাশি রাহুল গান্ধীকে ট্রোল করে চলেছে। একইসঙ্গে বেশ কয়েকজন বিজেপি নেতারাও এই ইস্যুটিকে হাতিয়ার করে কংগ্রেস নেতার বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়েছেন।

আসলে সম্পূর্ণ ঘটনাটাই মুহূর্তের ভুলে ঘটে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে এরপরই সম্পূর্ণ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, যেখানে রাহুল গান্ধীকে তাঁর ভুল সংশোধন করতেও দেখা গিয়েছে। তবে এই মুহূর্তে রাহুলের মন্তব্যের খানিক অংশের ভিডিও ঘিরেই উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর