বাংলা হান্ট ডেস্কঃ ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় এদিন দিল্লির অফিসে রাহুল গান্ধীকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অতীতেও কংগ্রেস নেতাকে তলব করা হলে তা এড়িয়ে যান তিনি। অবশ্য এদিন সকাল 11 টা বাজার আগেই ইডি অফিসের উদ্দেশ্যে রওনা দেন রাহুল। সূত্রের খবর, সদর দপ্তর থেকে বেরিয়ে পায়ে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছানোর সিদ্ধান্ত নেন তিনি এবং রাহুল গান্ধীর সেই যাত্রায় তাঁর পাশে দেখা যায় বহু সংখ্যক কংগ্রেস কর্মীদের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে পৌঁছনোর পূর্বেই রাহুলকে ঘিরে সত্যাগ্রহ মিছিলের আয়োজন করে জাতীয় কংগ্রেস দল। যদিও এই সময়কালে নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটোসাঁটো রাখে দিল্লি পুলিশ এবং মিছিলে উপস্থিত সকলকে এরপর আটক করা হয়।
প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় রাহুল গান্ধী সহ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও সমন পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে গত 1 লা জুন সেই জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান তাঁরা দুজজেই। এক্ষেত্রে রাহুল গান্ধী দেশে না থাকায় তাঁর পক্ষে ইডি অফিসে পৌঁছানো সম্ভব হয়নি এবং গত সপ্তাহে পুনরায় সোনিয়া গান্ধীকে তলব করা হলেও কররোনায় আক্রান্ত হওয়ার কারণে হাজিরার হাত থেকে নিস্তার পান কংগ্রেস নেত্রী। বর্তমানে অবশ্য হাসপাতালে ভর্তি থাকার কারণে তাঁকে গোয়েন্দা সংস্থার মুখোমুখি হতে হয়নি। তবে এদিন সময়ের পূর্বেই দিল্লির অফিসে পৌঁছে যান রাহুল এবং আকবর রোডে তাঁকে ঘিরে মিছিলের পরিকল্পনা করে কংগ্রেসের কর্মীরা।
সূত্রের খবর, এদিন রাহুল গান্ধীর ইডি অফিসে পৌঁছনোর খবর পেতেই তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। সমস্ত এলাকায় কড়া নিরাপত্তা বজায় রাখা হয়। ফলে সত্যাগ্রহ মিছিলের আয়োজন করলেও শেষপর্যন্ত তাদের পথ আটকায় দিল্লি পুলিশ এবং পরবর্তীকালে সকলকে প্রিজন ভ্যানে তোলা হয়। সেই মুহূর্তে বহু কংগ্রেস সদস্যদের ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ স্লোগান তুলতে দেখা যায়। তবে এদিন ইডি জিজ্ঞাসাবাদে নতুন কোন তথ্য সামনে আসে কিংবা রাহুল গান্ধী প্রসঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকে তাকিয়ে দেশবাসী।