বিপাকে চপশিল্প গবেষণার মেন্টর তাপস পাল! বধূ নির্যাতনের অভিযোগে গ্রেফতার করল পুলিশ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিপাকে তাপস পাল (Tapas Pal)! সেই অধ্যাপক, চপ শিল্প নিয়ে গবেষণা যাঁর মস্তিষ্ক প্রসূত। বধূ নির্যাতনের (Domestic Violence) দায়ে গ্রেফতার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের (Raiganj University) অধ্যাপক (Professor) তাপস পাল। কিছুদিন আগেই তিঁনি খবরের শিরোনামে এসেছিলেন চপ শিল্প নিয়ে গবেষণারত এক ছাত্রীর গাইড হিসেবে। সেই সময় শোরগোল পরে গিয়েছিল সর্বত্র। এবার ফের একবার শিরোনামে সেই নাম! তবে বধূ নির্যাতনের অভিযোগে।

ঠিক কী অভিযোগ উঠছে চপ শিল্পের মেন্টরের বিরুদ্ধে? অধ্যাপকের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী ময়ূরিকা রায়। পেশায় তিঁনিও একজন অধ্যাপক। ময়ূরিকার অভিযোগ বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিকভাবে তাঁর ওপর অত্যাচার করেন তাপস। শেষমেষ বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন তিঁনি।

এরপর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর বালুরঘাট থানার পুলিশ অধ্যাপক তাপস পালকে গ্রেফতার করে। আদালত তরফে অভিযুক্ত অধ্যাপককে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে৷ পাশাপাশি সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠকের শেষে তাঁকে সাসপেন্ড করার কথা জানান৷

সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানান, ‘‘পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য তাপসকে সাসপেন্ড করা হয়েছে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রেও তাপসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’’ শুধু তাই নয়, এই ঘটনার তদন্ত করতে উপচার্যের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হবে বলেও জানিয়েছেন রেজিস্ট্রার।

tapas pal

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তাঁর ছাত্রী কণা সরকারের চপ শিল্প নিয়ে গবেষণার গাইড হিসেবে কাজ করছিলেন অভিযুক্ত তাপস পাল। গ্রামীণ চপশিল্প কী ভাবে সংসার চালাতে সাহায্য করে তা নিয়ে পথ দেখিয়েছিলেন তিঁনি। এবার নিজের সংসারেই বেজায় টানাপোড়েনের সম্মুখীন বিখ্যাত চপশিল্প গবেষণার গাইড তাপস পাল।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X