রান্নার গ্যাস ( lpg), রেল (rail) থেকে ব্যাংক (bank) নভেম্বর মাসের প্রথম দিন থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম। আসুন জেনে নি কি কি বদলে যাচ্ছে
১. রেল : ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে রেলের টাইম টেবিল। ১৩,০০০ প্যাসেঞ্জার ট্রেন ও ৭ হাজার মালগাড়ির টাইম বদলে যাচ্ছে। পাশাপাশি বদলে যাচ্ছে ৩০ টি রাজধানী এক্সপ্রেসের সময়।
২. তেজস এক্সপ্রেস : নভেম্বরের ১ দিন থেকে দিল্লি ও চন্ডিগড়ের মধ্যে চলতে শুরু করবে তেজস এক্সপ্রেস।
৩. ব্যাংক : ব্যাংক অফ বরোদা এবার অতিরিক্ত থেকে জমা ও তোলার ক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হবে গ্রাহকদের।
৪.গ্যাস : এবার থেকে রান্নার গ্যাস বুকিং এর সময় আপনার ফোন নম্বরে একটি বিশেষ কোড আসবে। এই বিশেষ কোড বা DAC ডেলিভারি বয়কে দেখালে তবেই আপনাকে গ্যাস ডেলিভারি দেওয়া হবে৷ এই কোড না জানাতে পারলে আপনি গ্যাসের ডেলিভারি পাবেন না।
৫. হোয়াটসঅ্যাপে গ্যাস বুকিং: আপনার রেজিস্টার হওয়া মোবাইল নম্বর থেকে সংশ্লিষ্ট কোম্পানির হোয়াটসঅ্যাপ নম্বরে রিফিল লিখে পাঠালেই হয়ে যাবে গ্যাসের বুকিং। এছাড়াও রান্নার গ্যাস সংক্রান্ত আরো তথ্যাদিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানা যাবে।