বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে ট্রেনের (Train) যাত্রী সংখ্যা। মূলত দেশের অন্যান্য গণপরিবহণগুলির তুলনায় রেলপথে (Indian Railways) যাতায়াতের ক্ষেত্রে খরচের পরিমাণ অনেকটাই কম হওয়ায় যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি, কাছের কোনো সফর হোক কিংবা দূরের কোনো গন্তব্য প্রতিটি ক্ষেত্রেই রেলপথের জুড়ি মেলা ভার। আর তাই যাত্রীরা ট্রেনে চেপে সফরের ক্ষেত্রেই আকৃষ্ট হন।
তবে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে প্রত্যেক যাত্রীরই টিকিটের প্রয়োজন হয়। শুধু তাই নয়, সঠিক টিকিট ছাড়া রেল যাত্রা করলে সেটি রীতিমতো অপরাধ হিসেবে বিবেচিত হয়। এমনকি, টিকিটহীন যাত্রীদের জন্য রয়েছে জরিমানার ব্যবস্থাও। এমতাবস্থায় এবার এক চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে এসেছে।
সম্প্রতি ২০২২-২৩ অর্থবর্ষে ট্রেনে বিনা টিকিটের যাত্রী সংখ্যার বিষয়টি জানা গিয়েছে। পাশাপাশি, ওই বিপুল সংখ্যক যাত্রীদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা জরিমানা বাবদ আদায় করছে রেল। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত এক বছরে অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে মোট ৩ কোটি ৬০ লক্ষ বিনা টিকিটের যাত্রীকে পাকড়াও করা হয়। এই বিপুলসংখ্যক যাত্রীদের কাছে কোনো টিকিট ছিল না। এদিকে, ওই যাত্রীদের কাছ থেকেই মোট ২,২৬০ কোটি ৫ লক্ষ টাকা জরিমানা বাবদ আদায় করা হয়েছে রেলের তরফে।
তার আগের অর্থবর্ষের তুলনায় এই আদায়ের পরিমাণ যথেষ্ট বেড়েছে। উল্লেখ্য যে, এই খাতে ২০২১-২২ অর্থবর্ষে রেলের আয়ের পরিমাণ ছিল ১,৫৭৪ কোটি ৭৩ লক্ষ টাকা।