বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকে মৌসুমী অক্ষরেখার প্রভাবে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে (South Bengal)। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। পাশাপাশি ঘূর্ণাবর্তের প্রভাব তো রয়েইছে। এই দুইয়ের দাপটের জেরে রীতিমতো নাজেহাল রাজ্যবাসী। আবহাওয়া অফিস (Alipore Weather Office) জানাচ্ছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণাবর্তের কারণে আগামী কিছুদিন নতুন করে বৃষ্টির দাপট চলবে বাংলা ও ওড়িশায়।
আজ দক্ষিণবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস।
রবিবার থেকেই দক্ষিণে তাপমাত্রা বাড়বে। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার পর্যন্ত এমনই থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, অক্ষরেখা ক্রমশ্য উত্তরবঙ্গের দিকে যাবে এবং যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। তবে একেবারে রেহাই মিলবে না।
আরও পড়ুন: বাংলা দিবসের প্রস্তাব পেশে অনুপস্থিত ৪৮ জন TMC বিধায়ক! এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে দল
রবিতে বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও। ওদিকে উত্তরবঙ্গে আজ জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে মালদায়।
আরও পড়ুন: পুজোর আগেই DA চাই! এবার কী ময়দানে নামবে কেন্দ্র সরকার ও শুভেন্দু? তোলপাড় রাজ্যে
রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দোসর হতে পারে বজ্রবিদ্যুৎ। এর জেরেই ভারী বৃষ্টি না হলেও রয়েছে সতর্কতা।