বাংলা হান্ট ডেস্ক: এবছর দেরিতেই এসেছে বর্ষা, তবে বিগত বেশ কয়েকদিন ধরে রাজ্যে চলছে তুমুল বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, হ্রাস পাচ্ছে নিম্নচাপের শক্তি। তবে আলিপুর আবহাওয়া দফতর জানালো বৃষ্টি চলবে আগামী ৪৮ ঘণ্টা ধরে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হবে বৃষ্টি।
দুদিন আগে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরের ওপর। সেটি বর্তমানে শক্তি হারিয়ে অবস্থান করছে ঝাড়খণ্ডের ওপর। ক্রমে উত্তর পশ্চিম দিকে সরছে এই নিম্নচাপ। দুর্বল হওয়া সত্বেও এর হাত ধরেই নিজের ক্রিয়া-কলাপ চালাচ্ছে মৌসুমী বায়ু। যার কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসী শেষমেষ ভারী বৃষ্টির দেখা পেল। বৃহস্পতিবার সকাল থেকেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হয়েছে একাধিকবার।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকালও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবার কোথাও কোথাও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।