বৃষ্টির পূর্বাভাস, বড়দিনে জাঁকিয়ে পড়বে না শীত

বাংলাহান্ট ডেস্কঃ গতসপ্তাহ থেকেই জাঁকিয়ে পড়েছিল শীত। শহর কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করছিল ১১-১২ ডিগ্রীর কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে কম। এরই জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে চলেছিলে শৈত্যপ্রবাহ। কিন্তু হঠাৎ করেই পশ্চিমি ঝঞ্ঝার কারনে বেড়ে গিয়েছে তাপমাত্রা। গত রবিবার থেকে তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি, যা স্বাভাবিক হলেও বড়দিনে রয়েছে বৃষ্টির পূর্বাভাস । যে কারনে ব্যহত হতে পারে কলকাতাবাসীর ছুটির আমেজ।

গত রবিবার থেকেই আকাশ মেঘলা। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রয়েছে কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, ঝাড়্গ্রাম, হুগলী, দুই ২৪ পরগনায় রয়েছে এই পূর্বাভাস। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।  এমনইটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বৃষ্টিপাতের মাত্রা। যদিও মধ্যরাত থেকে বৃষ্টির পরিমান ধীরে ধীরে কমবে বৃষ্টিপাত।

কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকার কারনে তাপমাত্রা বেড়ে স্বাভাবিক হলেও উত্তরবঙ্গের হাড়কাঁপানো ঠান্ডার কোনো হেরফের হবে না। উল্লেখ্য গতাকাল উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রী ও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি ছিল। আগামি ৭২ ঘন্টায় যা গিয়ে সর্বোচ্চ ২৩ ডিগ্রি ও সর্বনিম্ন ৮ ডিগ্রী হবে। সাথে রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাসও।

IMG 1719 1

তাই আবহাওয়ার ভাবগতিকে দক্ষিণবঙ্গ সহ কলকাতার বাঙালির বড়দিনের ছুটি ভেস্তে যাওয়ার পূর্বাভাস থাকলেও,  শীতের ছুটি কাটাতে যারা বছর শেষে শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এর মত উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন। তাদের মুখে নিঃসন্দেহে হাসি ফুটবে।

সম্পর্কিত খবর