বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার (Weather) মুডের কোনও ঠিক নেই। আজ থেকেই আবারও পরিবর্তন হতে পারে বঙ্গের আবহাওয়া। শীত-বৃষ্টির জোড়া দাপটে নাজেহাল মানুষজন। এরই মধ্যে আবার বৃষ্টির (Rainfall) ভ্রুকুটি জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। আজ থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে। তাই বাড়ি থেকে বেরোনোর আগেই জেনে নিন আবহাওয়ার আপডেট।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায়। ২২ জানুয়ারির পর থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।
আইএমডি-এর আপডেটে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ২৩ জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ২৪ ও ২৫ শে জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
গতকাল মেঘলা আকাশ ছিল কলকাতায়। আজও আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে কুয়াশা ও দিনভর মেঘলা আকাশ সঙ্গে কয়েক দফা বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলা গুলিতে। আরও ২-৩ দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। দুই বঙ্গেই বজায় থাকবে ভরপুর শীতের আমেজ।
আরও পড়ুন: আজকের রাশিফল ২২ জানুয়ারি, গাড়ি-বাড়ি কিনবে এই তিন রাশি
ওদিকে হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে আজও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই তবে খানিকটা নেমেছে তাপমাত্রা। চলতি সপ্তাহে তাপমাত্রার হেরফেরের খুব একটা সম্ভাবনা নেই।