সপ্তাহভর ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে, কমবে তাপমাত্রাও: আবহাওয়ার খবর

   

বাংলা হান্ট ডেস্ক: গতকালই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সর্বত্র ঢুকে গিয়েছে বর্ষা। উত্তরের পর এবার বৃষ্টির স্পেল শুরু দক্ষিণবঙ্গেও। শুক্রবারের পর আজও দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণের জেলাগুলিতে। এমনিতেই ভ্যাপসা গরম থেকে রেহাই মিলেছে অনেকটাই। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ (Low pressure)। যা বর্তমানে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে। এর জেরেই এবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। সমুদ্র উত্তাল হহওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

আজ দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,নদিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মুর্শিদাবাদে। বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমার পূর্বাভাস রয়েছে। এদিকে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিং, কালিম্পং, জলপাইগুড়ি অর্থাৎ উত্তরের উপরের দিকের পাঁচ জেলায়।

Rain Forecast

আরও পড়ুন: আজকের রাশিফল ২৯ জুন, ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি

উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আগামী ৪ জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরে। তাপমাত্রাও কমবে কিছুটা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর