বাংলাহান্ট ডেস্ক: গত বুধবার থেকে স্বপ্নের দেশে বিচরণ করছেন রাজ চক্রবর্তী (raj chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (subhashree ganguly)। হ্যাঁ, মালদ্বীপকে স্বপ্নের দেশই বলা চলে। চারিদিকে নীল জলে ঘেরা ভিলাতে ছুটি কাটানো এক রকম স্বপ্নই বটে। আর সেই স্বপ্নই বাস্তবে পরিণত হয়েছে রাজশ্রীর জন্য। উপরি পাওনা, চোখের মণি ছোট্ট ইউভান। ছেলের এক বছর হতেই বেড়ু বেড়ু করতে সোজা বিদেশে পাড়ি দিয়েছেন রাজ শুভশ্রী।
মালদ্বীপে পৌঁছে ইস্তক অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় টুকটাক ছবি, ভিডিও শেয়ার করে চলেছেন দুজনেই। কখনো ইউভান সুপ্রভাত জানাচ্ছে, কখনো বিলাসবহুল ভিলার সৌন্দর্য শেয়ার করছেন রাজ, আবার কখনো সুইমসুটে উষ্ণতার পারদ চড়াচ্ছেন শুভশ্রী।
এবার মা ছেলেকে একসঙ্গে লেন্সবন্দি করলেন রাজ। সমুদ্র সৈকতের সাদা বালিতে ছুঁয়ে যাচ্ছে স্বচ্ছ নীল জল। আর সেই জলের মধ্যে দিয়েই পা ভিজিয়ে হাঁটছেন শুভশ্রী, কোলে ইউভান। মাঝে মধ্যেই ঘাড় ঘুরিয়ে মায়ের কোল থেকে ইতিউতি চেয়ে দেখছে ইউভান। সুখী পরিবারের এমন একটি দৃশ্য লেন্সবন্দি করার লোভ সামলাতে পারেননি রাজ।
দুদিন আগেই কালো সুইমসুইটে উষ্ণতা ছড়িয়েছিলেন শুভশ্রী। সুইমিং পুলের জলে ডুবে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। ভেজা চুলে রিসর্টের বাইরের নীল জলের দিকে তাকিয়ে শুভশ্রী। এই ছবি দিয়েই শুভ সকাল জানিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে স্বামী রাজের সঙ্গে আরো একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন তিনি।
https://www.instagram.com/p/CUfKLWCooU7/?utm_medium=copy_link
এখানে তাঁর পরনে হালকা বেগুনি, কমলা সাদার মিশেলে বিকিনি। রাজের পাশে শুয়ে আসলে সেলফি তুলেছেন অভিনেত্রী। কম যান না রাজও। বিলাসবহুল রিসর্টে বসে বাইরের তাক লাগানো দৃশ্য শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। আবার কখনো স্পিড বোটের উপরেও পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে।