টলিউড ছেড়ে বলিউডে রাজ? পুজোতেই শুরু হিন্দি ওয়েব সিরিজ়ের শুটিং

বাংলা হান্ট ডেস্ক: বাংলার গন্ডি ছড়িয়ে এবার বলিউডে পাড়ি দিচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। বিগত বেশ কয়েক বছর ধরেই  ধারাবাহিকভাবে বাংলা সিনেমা পরিচালনা করে চলেছেন রাজ (Raj Chakraborty)। দীর্ঘদিনের কেরিয়ারে বাংলা সিনেমা প্রেমীদের জন্য একের পর এক ভিন্ন স্বাদের সিনেমা উপহার দিয়েছেন তিনি।  আগামী ১৫ ই আগস্ট মুক্তি পাবে রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা ‘বাবলি’।

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক বুদ্ধদেব গুহ’র  লেখা অন্যতম কালজয়ী উপন্যাস ‘বাবলি’র অবলম্বনে তৈরি করা হয়েছে এই সিনেমাটি। এই ছবির শুটিং শেষ হতেই পরের ছবির শুটিংয়ে হাত দিয়েছিলেন পরিচালক। সেই ছবিতেও সেই ছবিতে রাজের মূল আকর্ষণ অভিনেতা মিঠুন চক্রবর্তীসহ  শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী। ইতিমধ্যেই শেষ হয়েছে এই সিনেমার শুটিং।

এছাড়াও আগামী দিনে একটি বড় প্রজেক্টের কাজে হাত দিতে চলেছেন রাজ (Raj Chakraborty)। শোনা যাচ্ছে এই প্রজেক্টের হাত ধরেই রাজের বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আসলে বাংলার পর বহুদিন ধরেই হিন্দি ইন্ডাস্ট্রিতে নিজের সিনেমা পরিচালনার দক্ষতা দেখানোর জন্য মুখিয়ে ছিলেন রাজ। অবশেষে সেই স্বপ্ন পূরণের পালা।

জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি একটি হিন্দি ওয়েব সিরিজ-ও  পরিচালনা করবেন রাজ চক্রবর্তী। আর সেই ওয়েব সিরিজের প্রেক্ষাপটে থাকছে তাঁরই পরিচালিত জনপ্রিয় বাংলা সিনেমা পরিণীতা। আর এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে একটি জাতীয় স্তরের ওটিটি  প্ল্যাটফর্মে। প্রসঙ্গত ২০১৯ সালে রাজ চক্রবর্তী পরিচালিত পরিণীতা সিনেমার মধ্যে দিয়ে একেবারে নতুন রূপে ধরা দিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

আরও পড়ুন: হবু বরের টি-শার্ট পরেই শ্যুটিং ফ্লোরে দিতিপ্রিয়া! কবে বিয়ে করছেন রাণীমা

রাজ-ও নিজের পরিচালনার দক্ষতাকে একেবারে অন্য মোড়কে তুলে ধরেছিলেন দর্শকদের সামনে। বাবাইদার চরিত্রের ঋত্বিক চক্রবর্তীর অভিনয়-ও  ছিল দেখার মতো। তাই এবার প্রেম এবং প্রতিহিংসার মিশেলে তৈরি এই ছবিটিকেই অস্ত্র হিসাবে জাতীয় স্তরে তুলে ধরতে চাইছেন পরিচালক রাজ চক্রবর্তী। শোনা যাচ্ছে হিন্দি প্ল্যাটফর্মে এই ওয়েব সিরিজের জন্য পরিচালক বেছে নিয়েছেন এক প্রথম সারির  নায়িকাকে। যদিও এই মুহূর্তে তাঁর নাম প্রকাশ্যে আনতে চাননা পরিচালক।

raj

হিন্দি এই ওয়েব সিরিজে ক্যামেরার দায়িত্বে থাকবেন গৌরিক সরকার। আর সিরিজ় সম্পাদনার দায়িত্বে ‘এলএসডি২’ খ্যাত সম্পাদক পারমিতা ঘোষ। তবে বাংলা সিনেমার পরিবর্তে প্রেক্ষাপটে তৈরি হিন্দি ওয়েব সিরিজের গল্পে আসছে একাধিক পরিবর্তন। জানা আছে হিন্দিতে গল্প লিখবেন একজন মারাঠি লেখক। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে পুজোর সময়ই এই ওয়েব সিরিজের শুটিং করতে চলেছেন রাজ। বলিউডের পাশাপাশি এই ওয়েব সিরিজের অভিনয় করবেন কলকাতার সমস্ত নামিদামি অভিনেতারা।  বাংলা সিনেমাটির মতো এই ওয়েব সিরিজেও পটভূমি হবে উত্তর কলকাতা


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর