হিন্দুদের বেলায় সরকার কানে শোনে না কেন? উদ্ভব ঠাকরের উপর প্রহার রাজ ঠাকরের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মন্দির খোলার দাবি নিয়ে মহারাষ্ট্রে লাগাতার রাজনৈতিক বিবাদ লেগে আছে। আর এই কারণে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (Maharashtra Navnirman Sena) প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray) এবার ওনার কাকাতো ভাই তথা রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের (Uddhav Thackeray) বিরুদ্ধে সরব হয়েছেন। মন্দির খুলতে না দেওয়ার সিদ্ধান্তে নিরাশ হয়ে রাজ ঠাকরে বলেন, সরকার কি হিন্দুদের অনুভূতির প্রতি কানে কালা হয়ে গেছে?

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে একটি চিঠিতে লেখেন, আমি অবাক সরকার ঘুমোচ্ছে না অন্য কোন মোহতে আছে জানিনা, তবে সরকার হিন্দুদের অনুভুতির প্রতি কালা হয়ে গেছে। রাজ ঠাকরে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি হিন্দুদের অনুভূতি বোঝার চেষ্টা না করে, তাহলে আমি নিষেধাজ্ঞা ভুলে ভগবানের দর্শনের জন্য মন্দিরের উদ্দেশ্যে মার্চ করব।

MNS প্রধান রাজ ঠাকরে চিঠিতে লেখেন, আনলক ১,২,৩ এর প্রক্রিয়া অনুযায়ী অনেক কিছুর ছাড় দেওয়া হয়েছিল শপিং মল খোলা হয়েছিল, ১০০ জনের পাবলিক গ্যাদারিংয়ে অনুমতি দেওয়া হয়েছিল। রাজ ঠাকরে বলেন, এত কিছুর অনুমতি দেওয়ার পরেও ভক্তদের ভগবানের থেকে দূরে রাখা হচ্ছে। মন্দির খোলা নিয়ে সরকার চুপ কেন?

বিজেপি গত সপ্তাহে ধার্মিক স্থল গুলো আবারও খোলার দাবি নিয়ে মন্দিরের বাইরে প্রদর্শন করে। ভারতীয় জনতা পার্টির নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, মানুষ জানে যে মন্দির খোলার পর সামাজিক দূরত্ব কীভাবে বজায় রাখতে হবে। তাই উচিৎ এবার মন্দির গুলো খুলে দেওয়া। এই নিয়ে শিবসেনা পাল্টা আক্রমণ করে বলে, যদি মন্দির খুলকে করোনা ভাইরাসের মামলা আবারও বেড়ে যায়, তাহলে এর দায়িত্ব কে নেবে?

সম্পর্কিত খবর

X