‘ভারতে হিন্দুরাই অত্যাচারিত, আমরা কোথায় যাব?’, প্রশ্ন তুললেন মোদি-যোগির প্রশংসা করে নিহত রাজেশের পরিবার

বাংলা হান্ট ডেস্ক : উত্তর প্রদেশের (Uttar Pradesh) মির্জাপুর জেলায়, আমজাদ নামে একজন চালকের বিরুদ্ধে তার বোলেরো গাড়ির সাথে রাজেশ ধর দুবে নামে একজনকে পিষে মারার অভিযোগ আনা হয়। রাজেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের (Yogi Adityanath) প্রশংসা করেছিলেন। আর তারপরই নৃশংস হত্যা করা হয়। এদিন সংবাদমাধ্যমকে কোনো ধরনের সাহায্য না পাওয়ার তথ্য জানায় তাঁর পরিবার। চরম আর্থিক সংকটে রয়েছে তাঁরা।

রাজেশ ধর মির্জাপুর জেলার কোলাহি গ্রামের বাসিন্দা। এই গ্রামটি বিদ্যাঞ্চল থানার অন্তর্গত। গত প্রায় ৩ দশক ধরে তাঁর পরিবার দিল্লির সঙ্গম বিহার এলাকায় থাকে। হত্যার সময় রাজেশের বয়স ছিল ৫২ বছর। তিনি একটি মেডিকেল কোম্পানিতে হিসাবরক্ষক ছিলেন। রাজেশের ভাই রাকেশও তার পরিবারসহ দিল্লিতে থাকেন।

modi yogi

রাজেশ ধরের ২৭ বছর বয়সী মেয়ে পূজা দুবে বিএড পর্যন্ত পড়াশোনা করেছেন। পূজা জানান যে তার স্বপ্ন ছিল সরকারী চাকরি করার। কিন্তু এখন তার কাছে কোচিং করার জন্য এমনকি বই কেনার জন্যও টাকা নেই। গোটা পরিবার মৃত রাজেশ ধর দুবের উপার্জনের উপর নির্ভরশীল ছিল। তাঁর মৃত্যুর পরে তাঁর পরিবার কার্যত ভেসে গেছে।

রাজেশের ৫০ বছর বয়সী বিধবা শৈল দুবে তাঁর পরিবারের গুরুতর আর্থিক সংকটের কথা সংবাদমাধ্যমকে জানান। ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি তাকে এখনো এক ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, যার জন্য তার কিছুই নেই।

আরও পড়ুন : বেহাল দশা বাংলার অর্থনীতির! তলানিতে কোষাগার, বাজেট বিশ্লেষণ করে আশঙ্কার কথা শোনাল ডয়েশ ব্যাঙ্ক

শৈল দুবে সংবাদমাধ্যমকে জানান প্রায়শই তাদের প্রচণ্ড অভাবে পড়তে হয়। দুবে পরিবার যে বাড়িতে থাকে সেটি তাদের ব্যক্তিগত বাড়ি। তবে প্রয়াত রাজেশের স্ত্রী জানান, বহু লোকের কাছ থেকে ঋণ নিয়ে বাড়িটি তৈরি করা হয়েছে, যা ওই ব্যক্তিদেরই শোধ করতে হবে। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের দাবি করেছেন তাঁরা।

Sudipto

সম্পর্কিত খবর