এভাবে ভারতের চিন্তা বাড়াতে পারে তালিবান, আশঙ্কা জাহির করলেন রাজনাথ সিং

বাংলা হান্ট ডেস্কঃ তালিবানের উদয় ভারতের (India) নিরাপত্তার দিক থেকে খুবই চিন্তার বিষয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) অস্ট্রেলিয়ার (Australia) প্রতিরক্ষা মন্ত্রী পিটার ডটনকে এই কথা বলেছেন। উল্লেখ্য, তালিবানের সাহায্যে আফগানিস্তানে অন্য জঙ্গি সংগঠনগুলি নিজেদের বেস ক্যাম্প বানিয়ে বিভিন্ন দেশের শান্তি ভঙ্গ করার আশঙ্কা জাহির করেছে বিশ্বের বহু দেশই।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এও বলেছেন যে, আফগানিস্তানের মাটির ব্যবহার অন্য কোনও দেশকে হুমকি দেওয়া বা অন্য দেশে হামলা চালানোর জন্য ব্যবহার যেন না হয়। উনি আন্তর্জাতিক মঞ্চকে এই বিশ্বের নিরাপত্তা সুনিশ্চিত করতে আফগানিস্তানে রাষ্ট্র সঙ্ঘের সুরক্ষা পরিষদের ২৫৯ ধারা লাগু করার আবেদন জানিয়েছেন।

বলে দিই, ভারতীয় ডেলিগেশন চিন্তা ব্যক্ত করেছে যে, তালিবানের বর্ধিত শক্তি জম্মু কাশ্মীরের পরিস্থিতির জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। তাঁরা আশঙ্কা জাহির করেছে যে, আফগানিস্তানের মাটিতে জন্ম নেওয়া তালিবানের আতঙ্ক ভারত তথা জম্মু কাশ্মীরেও ছড়িয়ে যেতে পারে।

প্রসঙ্গত, আফগানিস্তানে ২০ বছর পর তালিবান ফের ক্ষমতায় আসার পর থেকেই ভারতের চিন্তা বেড়ে গিয়েছে। আর এর প্রধান কারণ হল, আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। বিভিন্ন রিপোর্টে ধরা পড়েছে যে, আফগানিস্তানে তালিবানের উত্থানের পিছনে একমাত্র হাত রয়েছে ইমরান খানের পাকিস্তানের। আর তাঁরা নিজের মুখেও একথা স্বীকার করেছে। সেই মতে, পাকিস্তান এখন তালিবানের সাহায্য নিয়ে ভারতে আতঙ্ক ছড়ানোর স্বপ্ন দেখছে। যদিও, ভারতীয় সেনা এটাও জানিয়ে দিয়েছে যে, তাঁরা যেকোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর