বাংলা হান্ট নিউজ ডেস্ক: রঞ্জি ট্রফির ম্যাচে ব্যাট হাতে শতরান করেছেন বরোদার প্রতিভাবান ক্রিকেটার বিষ্ণু সোলাঙ্কি। কাল দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি ১৩১ রানে অপরাজিত তিনি। তার ইনিংসের জোরে, বরোদার দল ৪০০ রানের কাছাকাছি পৌঁছেছিল। এটুকু খবর সকল ক্রিকেটপ্রেমী ভারতীয়ই জানেন। কিন্তু বিষ্ণু সেই শতরান করার পরেও উদযাপন করেননি। কারণ তার শরীর মাঠে থাকলেও, তার মন পড়ে ছিল তার সদ্যপ্রয়াত মেয়ের কাছে। তার মেয়ে আজ আর এই পৃথিবীতে নেই। জন্মের কিছু সময় পরেই তিনি হারিয়েছেন তার মেয়ে কে।
বিষ্ণু, কন্যার শেষকৃত্য সেরে যোগ দিয়েছিলেন রঞ্জি ট্রফিতে । খেলার দ্বিতীয় দিনে ৫ নম্বরে ব্যাট করতে মাঠে নেমে দ্বিতীয় দিনে অপরাজিত থাকেন তিনি। তিনি ১৬১ বলে ১২ টি চারের সাহায্যে অপরাজিত ১০৩ রান করেন। তার ব্যাটিং দেখে মনে হয়নি যে তিনি কিছুদিন আগে তার সদ্য জন্ম নেওয়া মেয়েকে হারিয়েছেন।
এই অসাধারণ মনের জোরের কারণে সবাই সোলাঙ্কিকে সেলাম জানাচ্ছেন। সৌরাষ্ট্রের উইকেট-রক্ষক ব্যাটসম্যান ও আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামতে চলা শেলডন জ্যাকসন টুইট করে লিখেছেন “বিষ্ণু এবং তার পরিবারকে স্যালুট। এটা কোনোভাবেই সহজ নয়। ভবিষ্যতে আরো অনেক শতরান এবং সাফল্যের জন্য আগাম শুভকামনা।”
বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও শিশির হাত্তাঙ্গাদি লিখেছেন, “এটি একজন ক্রিকেটারের গল্প, যে কয়েকদিন আগে তার মেয়েকে হারিয়েছিল। তিনি তার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করেন এবং তার দলের প্রতিনিধিত্ব করতে ফিরে আসেন এবং সেঞ্চুরি করেন। সোশ্যাল মিডিয়ায় তার নাম নিয়ে কতটুকু আলোচনা হবে জানি না, কিন্তু আমার কাছে বিষ্ণু সোলাঙ্কি একজন বাস্তব জীবনের নায়ক।”