বাংলাহান্ট ডেস্ক: কম সময়ে বড় ফ্যানবেস তৈরি করে নিয়েছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)। সৌন্দর্যের সঙ্গে দুরন্ত অভিনয় প্রতিভার মিশেলে চটজলদি পরিচালক প্রযোজকদের নজর কেড়ে নেন তিনি। অথচ খুব বেশিদিন হয়নি, অভিনয়ে পা রেখেছেন তিনি। ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবির হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসেন রশ্মিকা। তবে জনপ্রিয়তা আগে থেকে থাকলেও ‘পুষ্পা’ তাঁকে স্টার বানিয়েছে।
এহেন রশ্মিকাও কিন্তু বিতর্ক থেকে অব্যাহতি পাননি। কেরিয়ারের শুরুতেই বেফাঁস মন্তব্য করে ফেঁসে গিয়েছিলেন তিনি। ‘কেজিএফ ২’ তারকা যশকে (Yash) ‘শো অফ’ বলে কটাক্ষ করে নিজেই ট্রোলড হন রশ্মিকা। শেষমেষ ক্ষমা পর্যন্ত চাইতে বাধ্য হয়েছিলেন রশ্মিকা।
এ ঘটনা ২০১৭ সালের। ‘কিরিক পার্টি’ ছবির প্রচারে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে হঠকারী মন্তব্য করে বসেছিলেন অভিনেত্রী। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তাঁ মতে কন্নড় ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি শো অফ কে করেন? বিন্দুমাত্র না ভেবে রশ্মিকা উত্তর দিয়েছিলেন, যশ।
অভিনেত্রীর মন্তব্য ক্ষিপ্ত করে তুলেছিল যশ ভক্তদের। এমনকি রশ্মিকাকে অহঙ্কারী বলেও কটাক্ষ করেছিলেন অনেকে। বিষয়টা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, যশকে অসম্মান তো দূরের কথা। এক একসময় কন্নড় তারকাকে দেখে অনুপ্রেরিত হন তিনি।
নিজের বক্তব্যের সপক্ষে সাফাই দিয়ে রশ্মিকা বলেছিলেন, র্যাপিড ফায়ার পর্বে দ্রুত উত্তর দিতে হত। তিনি দুঃস্বপ্নেও ভাড়তে পারেননি যে পরিস্থিতি এমন হয়ে যাবে। রশ্মিকার সংযোজন ছিল, “আমি ক্ষমাপ্রার্থী। কাউকে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমি তেমন শিক্ষা পাইনি। অন্যান্য সাক্ষাৎকার গুলো দেখুন। সর্বত্র আমি যশ স্যারকে সম্মান দিয়ে কথা বলেছি।” যদিও এ বিষয়ে কেজিএফ তারকা কোনো মন্তব্য করেননি।
প্রসঙ্গত, আগামীতে বলিউডে একাধিক ছবিতে দেখা যাবে রশ্মিকাকে। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে মিশন মজনু ছবির হাত ধরে ডেবিউ করছেন তিনি। এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে গুড বাই এবং রণবীর কাপুরের বিপরীতে অ্যানিমাল ছবিতে অভিনয় করবেন রশ্মিকা।