বিজয়-নাগার মতো অবস্থা না হয়, বয়কট গ‍্যাং থেকে বাঁচতে বলিউড ডেবিউয়ের আগে গণপতির শরণে রশ্মিকা

বাংলাহান্ট ডেস্ক: টালমাটাল অবস্থা বলিউডের (Bollywood)। ভাঁড়ার শূন‍্য, বড় বাজেট ছবিগুলোও ব‍্যবসার হাল ফেরাতে ব‍্যর্থ হয়েছে। অন‍্যান‍্য ইন্ডাস্ট্রির অভিনেতারা বলিউডে পা রাখছেন দুরুদুরু বুকে। এর আগে ডেবিউ হিন্দি ছবিতেই ধরাশায়ী হয়েছেন দক্ষিণ ইন্ডাস্ট্রির নাগা চৈতন‍্য (Naga Chaitanya), বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। সহ অভিনেতাদের অবস্থা দেখে চিন্তার ভাঁজ রশ্মিকা মন্দানার (Rashmika Mandana) কপালেও।

অমিতাভ বচ্চনের বিপরীতে ‘গুডবাই’ ছবির হাত ধরে হিন্দি ইন্ডাস্ট্রিতে পা রাখছেন তিনি। মঙ্গলবারই প্রকাশ‍্যে এসেছে ট্রেলার। প্রথম ঝলকে দর্শকরা মোটামুটি সন্তুষ্ট। এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠান শেষেই মুম্বইয়ের খ‍্যাতনামা লাগবাগচা রাজা গণপতিকে দর্শন করেন রশ্মিকা। সঙ্গে ছিলেন প্রযোজক একতা কাপুর এবং সহ অভিনেত্রী নীনা গুপ্তা।

Rashmika mandana

লাগবাগচা রাজা গণপতি মুম্বইয়ের অন‍্যতম বড় আর জনপ্রিয় পুজো। প্রত‍্যেক বছ‍র এই পুজোয় বহু ভক্তের সমাগম হয়। মুম্বইয়ের ঐতিহ‍্যশালী লালবাগচা রাজার ব‍্যাপারে শুনেছেন রশ্মিকাও। তাই ছবি মুক্তির আগে গণপতিকে ভক্তিভরে দর্শন করে তাঁর আশীর্বাদ চেয়েছেন রশ্মিকা। নিজের ইন্ডাস্ট্রির সহ অভিনেতারা যে পরিস্থিতির মধ‍্যে দিয়ে গিয়েছেন, সেটা যেন তাঁকেও ভুগতে না হয়।

Rashmika 1
বলিউডের পরিস্থিতি এখন সঙ্কটজনক। যে ছবিই মুক্তি পাচ্ছে সবই বয়কটের মুখে পড়ছে। অভিনেতা অভিনেত্রীদের পুরনো কাসুন্দি ঘেঁটে হেনস্থা করা হচ্ছে। মুখ থুবড়ে পড়ছে একের পর এক ছবি। এমতাবস্থায় চিন্তায় রয়েছেন রশ্মিকাও‌। ‘পুষ্পা’র থেকে যে জনপ্রিয়তা পেয়েছেন বলিউডে এসে তা হারাতে না হয়।

প্রসঙ্গত, গুডবাই ছবির পরিচালনা করেছেন বিকাশ বহেল‌। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন রশ্মিকা। ছবিতে তাঁর বাবার চরিত্রে অভিনয় করছেন অমিতাভ। মায়ের ভূমিকায় রয়েছেন নীনা গুপ্তা। এছাড়াও আরো কয়েকটি হিন্দি ছবি রয়েছে তাঁর হাতে, যার মধ‍্যে রয়েছে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একটি ছবি। আগামী ৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘গুডবাই’।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর