সূর্যোদয়ের দেশে রবি তেজে ভষ্মিভূত কাজাখস্তানের নুরিস্লাম, কুস্তিতে পদক নিশ্চিত ভারতের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মীরাবাঈ চানু (Mirabai Chanu), পিভি সিন্ধু (PV Sindhu), লাভলিনা (loveleena) মিলিয়ে এবার টোকিও জুড়ে সত্যিই ছিল নারী শক্তির জয় গান। অবশেষে পদক তালিকার উঠে এলো ছেলেরাও। এবার ৫৭ কেজি ফ্রিষ্টাইল কুস্তিতে পদক নিশ্চিত করলেন ভারতীয় কুস্তিগীর রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya)। রবি কুমারের উপর শুরু থেকেই অনেকটা আশা ছিল ভারতের। আজ সেমিফাইনালে নুরিস্লামের মুখোমুখি হওয়ার পর থেকেই পদকের স্বপ্ন দেখতে শুরু করেছিল সারা ভারত।

অবশ্য রবি কুমার শুরুতে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে এসেছিলেন কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বী। এমনকি একটা সময়ে রবি পিছিয়ে পড়েন ৭-৯ ব্যবধানে। যা যথেষ্ট মারাত্মক হতে পারত। কিন্তু ঠিক সেই সময় নুরিস্লামকে ফেলে দেন তিনি। যার জেরে পয়েন্টে পিছিয়ে থাকলেও সোজাসুজি ফাইনালে প্রবেশ করলেন এই ভারতীয় কুস্তিগীর। আর তার হাত ধরেই টোকিও অলিম্পিক ২০২০ তে চতুর্থ পদক নিশ্চিত করলো ভারত।

দিনের শুরুতে লাভলিনার হারের পর স্বপ্ন ভঙ্গ হয়েছিল গোটা ভারতের, যদিও ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন তিনি। কিন্তু ফের একবার সমর্থকদের উজ্জীবিত করলেন রবি কুমার দাহিয়া। বৃহস্পতিবার ফাইনালে তার মুখোমুখি হবেন বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভ। লড়াইটা কঠিন, তবে কার্যত রবির হাত ধরে এখন সোনার স্বপ্ন দেখছে ভারত।

অন্যদিকে ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন  জ্যাভলিন থ্রোয়ার নীরাজ চোপড়াও। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগে সেমিফাইনালে ওঠা দীপক পুনিয়া হারলেও এখনও ব্রোঞ্জ জয়ের আশা রয়েছে তার। এছাড়া ভারতের দুই হকি দল তো রয়েছেই। স্বাভাবিকভাবেই রবি কুমারের জন্য এখন উচ্ছ্বসিত সকলেই।

 

সম্পর্কিত খবর

X