রিজার্ভ ব্যাংকের শাস্তির মুখে দেশের ১০টি ব্যাংক! তালিকা রয়েছে বাংলারও ১টি

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার নিয়ম না মানার জন্য দশটি ব্যাংক শাস্তির মুখে পড়ল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে দেশের ১০ টি ব্যাংককে প্রায় ৬০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। জানা গেছে এই শাস্তি দেওয়া হয়েছে নিয়ন্ত্রক নির্দেশিকা এবং গ্রাহক অ্যাকাউন্টের নিরাপত্তা লঙ্ঘন করার জন্য।

মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং হিমাচল প্রদেশের বেশ কিছু বড় ব্যাংক রয়েছে এই শাস্তির তালিকায়। রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলিকে গত ২৬ ও ২৭ শে মার্চ নোটিশ পাঠানো হয়েছে। সোলাপুর জনতা সহকারি ব্যাংককে রিজার্ভ ব্যাংক ২৮.৩০ লক্ষ টাকা জরিমানা করেছে। বলা হয়েছে এই ব্যাংক রিজার্ভ ব্যাংকের কিছু বিধি মেনে চলতে অক্ষম হয়েছে।

আরোও পড়ুন : দাদাগিরি শেষ! সীমান্তে পালিয়ে যাওয়া চীনের ট্যাঙ্ক উড়িয়ে দিল ভারতীয় সেনা, তারপর …

৫৯.৯০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে নাসিকের জনলক্ষ্মী কো-অপারেটিভ ব্যাংককে। জানা গেছে রিজার্ভ ব্যাংকের ঠিক করে দেওয়ার সময়সীমার মধ্যে এই ব্যাংক ব্যবস্থাপনা বোর্ড গড়ে তোলেনি। স্ট্যান্ডার্ড আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড, ঔরঙ্গাবাদকে (মহারাষ্ট্র) রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ৫০০০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরোও পড়ুন : মুম্বই ছাড়বেন বুমরাহ? IPL-র মাঝেই এই দল থেকে এল দারুণ প্রস্তাব

জানা গেছে অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে তহবিলের স্থানান্তরিত না করার জন্য এই ব্যাংক শাস্তির মুখে পড়েছে। মুম্বাই ভিত্তিক এক্সেলেন্ট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডকে তহবিল সম্পর্কিত বেনিয়মের জন্য ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রাজাপালায়ম কো-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেডকে (তামিলনাড়ু) ঋণ এবং অগ্রিম সংক্রান্ত নিয়ম মেনে না চলার জন্য রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ৭৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।

ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ধারা অমান্য করার অভিযোগে মথুরা জেলা সমবায় ব্যাংককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক। গ্রস এবং কাউন্টারপার্টি ভিত্তিতে বিশেষ সীমা লঙ্ঘন করায় ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে মান্ডি আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডকে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে না চলার জন্য ২৫ হাজার টাকার জরিমানার মুখে পড়েছে তামিলনাড়ুর ডিন্ডিগুল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ব্যাংক।

bank rupees

জালিয়াতি-নির্দেশিকা-তে NABARD-এর নির্দেশাবলী লঙ্ঘন করার জন্য ৫০০০০ টাকা জরিমানা লাগু করা হয়েছে কর্ণাটকের চিক্কামগালুরু জেলা সমবায় কেন্দ্রীয় ব্যাংক লিমিটেডকে। কেন্দ্রীয় ব্যাংকের কেওয়াইসি নির্দেশিকা মেনে না চলার জন্য এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে পশ্চিমবঙ্গের হাওড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের উপর।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর