Ekchokho.com 🇮🇳

১২ শতাংশ পর্যন্ত বাড়বে রিচার্জ প্ল্যানের দাম! Jio-Airtel-Vi গ্রাহকদের ফের টান পড়বে পকেটে

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক বছরে হু হু করে বৃদ্ধি পেয়েছে রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাম। প্রতিটি বেসরকারি টেলিকম সংস্থাই পাল্লা দিয়ে রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করেছে। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন সাধারণ মানুষ। এমতাবস্থায়, ফের একবার রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাম অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। অর্থাৎ, ফের টান পড়তে চলেছে পকেটে। ইতিমধ্যেই, Reliance Jio সম্পর্কে বিশ্লেষকরা জানিয়েছেন যে, গত জুনে শেষ হওয়া চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে মোট রেভিনিউ এবং ব্যবহারকারী প্রতি রেভিনিউ তথা এভারেজ রেভিনিউ পার ইউজারের (ARPU) নিরিখে Jio Bharti Airtel-কে ছাড়িয়ে গেছে। মূলত, হাই পেমেন্টযুক্ত ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস ব্রডব্যান্ড ব্যবহারকারীদের শক্তিশালী বৃদ্ধির কারণে Jio এই পরিসংখ্যানে Airtel-কে টেক্কা দিয়েছে। জেএম ফাইন্যান্সিয়ালের অনুমান অনুসারে, জুন ত্রৈমাসিকে Jio-র এভারেজ ARPU ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২১০ টাকায় পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।

ফের বাড়বে রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাম?

এদিকে, ব্রোকারেজ ফার্মটি বলছে যে, Airtel ২৪৯ টাকার উচ্চ ARPU হাসিল করতে চলেছে। তবে এর বৃদ্ধির হার ১.৬ শতাংশ কম। এছাড়াও, Vodafone-Idea-র ARPU প্রথম ত্রৈমাসিকে ১.৬ শতাংশ বৃদ্ধি হবে বলে অনুমান করা হচ্ছে। কারণ কোম্পানিটি 5G-তে আপগ্রেড করছে এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকরা আশা করছেন যে, Vodafone-Idea দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবারের মতো বিপুল সংখ্যক ব্যবহারকারী ধরে রাখবে।

Recharge plan prices to increase by up to 12 percent.

রিচার্জ প্ল্যানগুলি কী আবার ব্যয়বহুল হয়ে উঠবে: ইক্যুইটি গবেষণা সংস্থা বোফা সিকিউরিটিজ রিপোর্টে বলেছে যে, টেলিকম কোম্পানিগুলির দ্বারা করা মূল্য বৃদ্ধির প্রভাব এখন পুরোপুরি শোষিত হয়েছে এবং পরবর্তী দফা বৃদ্ধি কেবল আগামী বছরই দেখা যাবে।ব্রোকারেজ ফার্মটি আশা করছে যে আগামী বছর টেলিকম কোম্পানিগুলি প্রায় ১২ শতাংশ ট্যারিফ (Recharge Plan) বৃদ্ধি করতে পারে।

আরও পড়ুন: ৩ “শত্রু”-র বিরুদ্ধে লড়াই! অপারেশন সিঁদুর চলাকালীন কারা সাহায্য করে পাকিস্তানকে? জানাল ভারতীয় সেনা

কোম্পানিগুলির মুনাফা কত বাড়বে: জেএম ফাইন্যান্সিয়াল জানিয়েছে যে, গ্রাহক সংখ্যা বৃদ্ধির কারণে, Jio-র রেভিনিউ ২.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৩১,২০০ কোটি টাকায় পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। তবে, তার স্ট্যান্ডঅ্যালোন নিট প্রফিট ৬,৬৪০ কোটি টাকায় স্থিতিশীল থাকবে বলেও মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ম্যাচের আগে বলেছিলেন “দুর্বল”, কার্লসেনকে পরাজিত করে যোগ্য জবাব দিলেন গুকেশ

প্রসঙ্গত উল্লেখ্য যে, ওয়্যারলেস পরিষেবা থেকে Airtel-এর আয় ত্রৈমাসিকভাবে ২.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৭,৩০৫ কোটি টাকা হবে বলে আশা করা হচ্ছে। যেখানে এই সংস্থার স্ট্যান্ডঅ্যালোন নিট প্রফিট ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭,৬৯০ কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। জেএম ফাইন্যান্সিয়াল আশা করছে যে VI-র রেভিনিউ ত্রৈমাসিকের ভিত্তিতে ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১,১০০ কোটি টাকা হবে। যেখানে নিট লস কিছুটা কমে ৭,১৪৫ কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।