বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্যে। বঙ্গের শিক্ষক দুর্নীতি মামলার তদন্তে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করছে সিবিআই (CBI)। শুক্রবার গোয়েন্দাদের নোটিস পেয়ে রাতেই কলকাতায় ফিরেছেন অভিষেক। আর এদিন নির্দেশ মতো সকাল ১১ টার কিছু আগে নিজাম প্যালেসে পৌঁছে গেছেন তিনি।
আজ বেলা ১১ টা থেকে গোয়েন্দাদের মুখোমুখি রয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো। জানা গিয়েছে অভিষেককে জিজ্ঞাসবাদ করতে পাঁচ পাতার প্রশ্ন মালা সাজিয়েছে সিবিআই। প্রশ্ন করবেন ১০ আধিকারিকের দল। নিয়োগ দুর্নীতির অভিযুক্ত কুন্তল ঘোষ, তাপস মণ্ডলের বয়ানের ভিত্তিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, দুই ধাপে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হবে। শুধুমাত্র কুন্তল ঘোষের সেই চিঠিই নয়, এছাড়াও প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি গতকাল রাত ৯.৩০ তা পর্যন্ত তদন্তকারী অফিসারদের সাথে CBI উচ্চপদস্থ অফিসাররা এই বিষয়ে বৈঠক করেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত তৃণমূলের অপসারিত যুব নেতা কুন্তল ঘোষের মুখে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। আদালতে চিঠি দিয়ে তিনি জানান ইডি, সিবিআই অভিষেকের নাম নেওয়ার জন্য তাকে ছাপ দিচ্ছে। অন্যদিকে, তার কিছুদিন আগেই শহীদ মিনারের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন তার নাম নেওয়ার জন্য অভিযুক্তদের চাপ দেওয়া হয়।
এরপরই এই মামলায় অভিষেককে যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। ঘটনাচক্রে শীর্ষ আদালতের নির্দেশে সেই মামলার এজলাস বদল হয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যায়। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন তিনি। এরপরই গতকাল অভিষেককে তলব করে CBI।