বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে কঙ্কালসার দশা রাজ্যের। বহুমাস ধরে শিক্ষক কেলেঙ্কারির তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই। তাদের হাতেই গ্রেফতার হয়েছে একের পর এক দুর্নীতির অভিযুক্তরা। এই আবহেই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছালেন ইডি (ED) ও সিবিআইয়ের (CBI) শীর্ষ কর্তারা (Chief Officers)। তবে কী এবার বাড়বে তদন্তের গতি? নাকি জালে ধরা পড়বে বড় কোনো মাথা! তুঙ্গে তরজা।
সূত্রের খবর, ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র ও সিবিআই ডিরেক্টর অজয় ভাটনগর শুক্রবার রাজ্যে এসেছেন। হঠাৎ কেন দুই প্রধানকে সুদূর রাজধানী থেকে আনা হল নগরীতে? উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, কেন্দ্রের দুই তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে ঠিকই। তবে তাদের তদন্তের ধীর গতি নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন হাইকোর্টের একাধিক বিচারপতি।
জানা যাচ্ছে, বঙ্গের নিয়োগ দুর্নীতি তদন্ত সংক্রান্ত বিষয়েই অফিসারদের সঙ্গে কথা বলবেন দুই সংস্থার প্রধান। আলোচনা হবে তদন্তের অগ্রগতি নিয়ে।দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া অভিযুক্তদের নিয়ে তদন্তকারী অফিসারদের পরবর্তী পরিকল্পনা কী সেই নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি নতুন করে যাদের নাম সামনে উঠে আসছে তাদের নিয়ে পরবর্তী পদক্ষেপ কী সেই বিষয়েও আলোচনা হতে পারে।
হঠাৎ করে শীর্ষ কর্তাদের আগমনে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতেও। সম্প্রতি একের পর এক নতুন মুখ গ্রেফতার হয়েছে দুর্নীতি ইস্যুতে। কিছুদিন আগেই বাগদার চন্দন মণ্ডল ওরফে রঞ্জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। তবে এত দেরিতে রঞ্জনের গ্রেফতারি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরই মধ্যে দুই কর্তার বঙ্গ সফর বেশ তাৎপর্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বর্তমানে নিয়োগ দুর্নীতিতে জুড়েছে একাধিক নতুন নাম। কুন্তল, তাপস, চন্দন তো রয়েছেই, পাশাপাশি গতকাল সামনে এসেছে রহস্যময়ী মডেল নারী হৈমন্তীর নাম। এইসব বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করতেই রাজ্যে শীর্ষ কর্তাদের আগমন বলে মনে করছে অনেকেই। এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই প্রধানের বৈঠকের পর দুর্নীতির তদন্ত কোন নয়া মোড় নেয় সেটাই এবার দেখার বিষয়।