বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য। পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য রোজ সামনে আনছেন তদন্তকারীরা। শিক্ষক কেলেঙ্কারির অভিযোগে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, শাসকদলের বহু দুঁদে নেতা, শিক্ষা দফতরের আধিকারিকদের পাশাপাশি জেলবন্দি আরও অনেকে।
এরই মধ্যে এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক জামিন। সর্বপ্রথম জামিন পেয়েছিলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী (Manik Bhattacharya) স্ত্রী শতরূপা ভট্টাচার্য। সেই নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্যে। সেই রেশ কাটতে না কাটতেই শনিবার শিক্ষক কেলেঙ্কারি কাণ্ডে জামিন পেলেন আরও ৫ জন।
প্রসঙ্গত, গতকালই মুর্শিদাবাদের ধৃত চার শিক্ষককে জামিন দিয়েছে আদালতে। আর এদিনই জামিন পেয়েছেন ওএমআর শিট (OMR Sheet) কারচুপিতে অভিযুক্ত নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস (Niladri Das)। জানা গিয়েছে তাকে ৩০০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে আদালত।
আরও পড়ুন: ‘আমার শরীর ভালো না, ও থাকলে ভালো হয়…’, আদালতে পার্থের দাবি শুনে ‘থ’ সকলে
প্রসঙ্গত, এসএসসির OMR শিট পরীক্ষার দায়িত্বে থাকা সংস্থা নাইসার বিরুদ্ধে একাধিক কারচুপির অভিযোগ সামনে এসেছিল। এই নাইসার ভাইস প্রেসিডেন্ট ছিলেন নীলাদ্রি দাস। সিবিআই এর অভিযোগ ছিল, প্রযুক্তিকে কাজে লাগিয়ে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর সঙ্গে হাত মিলিয়ে নম্বর কারচুপির ‘ব্যবসা’ চালাতেন নীলাদ্রি।
একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দিল্লি ও গুরুগ্রামে নাইসার অফিসে হানা দেয় সিবিআই। উদ্ধার করে হার্ড ডিস্ক। সেই হার্ড ডিস্কের তথ্য হাতে আসতেই নম্বর কারচুপির বিষয়টি জলের মতো স্পষ্ট হয়ে যায়। এরপরেই গত মার্চ মাসে তাকে গ্রেফতার করে সিবিআই।
আরও পড়ুন: কেন কংগ্রেসে যোগ দিয়েছেন ফিরহাদের জামাই? সামনে এল আসল সত্য! মুখ খুললেন মেয়র ও প্রিয়দর্শিনী
শনিবার নীলাদ্রির আইনজীবী তার মক্কেলের জামিনের আবেদন করেন। আদালতে অভিযুক্তর আইনজীবী বলেন, নীলাদ্রির বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্টের কোনও অভিযোগ নেই। চার্জশিটও গঠন হয়ে গিয়েছে। পরবর্তীতে তদন্তে সব রকম সহযোগিতা করবেন বলেও আদালতে জানানো হয়। এরপরই তাকে শর্তসাপেক্ষে জামিন দেয় আদালত।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার