বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর ২৩ জুলাই (Recruitment Scam) রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) তার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি। তারপর একটা গোটা বছর পেরিয়ে গেলেও এখনও জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব।
দীর্ঘ এই সময়ের মধ্যে বারংবার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন নেতা। তবে প্রভাবশালী তত্ত্বে মেলেনি সুরাহা। আর এবার জামিনের আরজি জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
সূত্রের খবর, আগামী ৯ অক্টোবর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা। উল্লেখ্য, সম্প্রতি কলকাতা হাই কোর্টে জামিনে মুক্তি পেয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী। নিয়োগ দুর্নীতিতে ওটাই ছিল প্রথম জামিন।
আরও পড়ুন: কোটি-কোটি টাকার আর্থিক দুর্নীতি! এবার লক্ষ্মণের বাড়িতে ED হানা, তলব করা হল সিজিওতে
এরপরই হয়তো কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আগামী ৯ অক্টোবর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জামিনের আরজির শুনানি হতে পারে বলে আদালত সূত্রের খবর। যদিও পার্থর জামিনের বিরোধতা করেছে ইডি।
আরও পড়ুন: মমতার হুমকি-ধমকি ‘ডোন্ট কেয়ার’! মাঝরাতে বিরাট কাণ্ড ঘটালেন রাজ্যপাল, অস্বস্তিতে মুখ্যমন্ত্রী
কিছুদিন আগেই আদালতে জামিনের আবেদন করে পার্থ বলেছিলেন, ‘সামনে পুজো আসছে, পরিবার আছে, জামিন দিন’। এদিন জামিনের আরজি জানিয়ে পার্থর দাবি, নিয়োগ- দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে যে সব অভিযোগ সামনে আসছে, তার কোনও প্রমাণ নেই। এছাড়া যে বিপুল নগদ টাকা উদ্ধারের পর তাকে গ্রেফতার করা হয়েছিল, সেটাও তার বাড়ি থেকে উদ্ধার হয়নি। তাই তাকে জামিন দেওয়া হোক। এবার মামলার রায় কী হয় সেদিকেই নজর সকলের।