বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার বড় আপডেট সামনে এসেছে। মূলত, এবার একটি কেন্দ্রীয় সংস্থায় রয়েছে চাকরির (Recruitment) সুযোগ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রীয় পারমাণবিক শক্তি মন্ত্রকের অধীনস্থ ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (Electronics Corporation of India Limited)-এ করা হবে কর্মী নিয়োগ। ইতিমধ্যে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
এই কেন্দ্রীয় সংস্থায় রয়েছে চাকরির সুযোগ (Recruitment):
মোট শূন্যপদের সংখ্যা: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, মোট শূন্যপদের সংখ্যা হল ১০৭।
কোন কোন পদে করা হবে নিয়োগ: জানিয়ে রাখি যে, ওই সংস্থায় বর্তমানে প্রজেক্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে টেকনিক্যাল অফিসার, জুনিয়র টেকনিশিয়ান অন কন্ট্র্যাক্ট গ্রেড-২ এবং জুনিয়র টেকনিশিয়ান অন কন্ট্র্যাক্ট পদে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে।
কাজের সময়সীমা: বিজ্ঞপ্তি অনুসারে, সমস্ত পদে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হলেও পরবর্তীকাল সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের (Recruitment) কাজের ওপর নির্ভর করে এই মেয়াদ আরও তিন বছর বাড়ানো হতে পারে বলেও জানা গিয়েছে।
বয়স: প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে। তবে, বাকি পদগুলিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা হল ৩০ বছর। যদিও, সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় প্রদান করা হবে।
যোগ্যতা: জানিয়ে রাখি যে, বিভিন্ন পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে পেশাদারি অভিজ্ঞতার বিষয়ে পৃথক পৃথক মাপকাঠি রয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তিতে উপস্থাপিত করা হয়েছে। তাই, আবেদনের আগে প্রার্থীরা অবশ্যই সেটি দেখে নিতে পারেন।
বেতনের পরিমাণ: জানা গিয়েছে যে, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অফিসার, জুনিয়র টেকনিশিয়ান অন কন্ট্র্যাক্ট গ্রেড-২ এবং জুনিয়র টেকনিশিয়ান অন কন্ট্র্যাক্ট পদে নিযুক্তদের মাসিক বেতনের পরিমাণ হবে যথাক্রমে ৪০ থেকে ৫৫ হাজার টাকা, ২৫ থেকে ৩১ হাজার টাকা, ২২ হাজার ৫২৮ থেকে ২৭ হাজার ২৫৮ টাকা এবং ২২ হাজার ৪১২ টাকা। এর পাশাপাশি মিলবে মিলবে অন্যান্য সুযোগসুবিধাও।
আবেদন পদ্ধতি: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের এই সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।
আরও পড়ুন: রেস্তোরাঁয় করতেন কাজ, প্রতিদিন মিলত ৭ টাকা! আজ ৩ কোটির ব্যবসা দাঁড় করালেন অমরদীপ, চমকে দেবে কাহিনি
নিয়োগ পদ্ধতি: আবেদন করার পর প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তাঁদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাদারী অভিজ্ঞতার পাশাপাশি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ (Recruitment) করা হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ৮ অগাস্ট ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।