মমতাকে ‘অগ্নিকন্যা’র তকমা! বাংলায় ২০ হাজার কোটি বিনিয়োগের বিরাট ঘোষণা মুকেশ অম্বানীর

বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে শুরু হয়েছে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Business Summit)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করলেন। আর সেই সম্মেলনে রীতিমতো চাঁদের হাট।

mamata banerjee

লোকসভার আগে শিল্পস্থাপনের ‘খতিয়ান’

বাংলায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই শিল্পায়নে জোর দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার লোকসভা নির্বাচনের আগে বাংলায় শিল্পস্থাপনের খতিয়ান যে শাসকদলের মোক্ষম অস্ত্র হয়ে উঠতে চলেছে, সেই কোনও দ্বিমত নেই ওয়াকিবহালমহলে।

মমতায় মন্ত্রমুগ্ধ আম্বানি

বাংলায় শিল্পে বিনিয়োগকে হাতিয়ার করেই ২৪ লোকসভা ভোটের প্রচারের নামবে তৃণমূল কংগ্রেস। মঙ্গলে বাণিজ্য সম্মেলনে দেশের তাবড় তাবড় শিল্পপতিদের মধ্যেই উপস্থিত রয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানী (Reliance Chief Mukesh Ambani)। সেখান থেকেই তৃণমূল সুপ্রিমোর প্রশংসায় পঞ্চমুখ তিনি।

বাংলায় ২০ হাজার কোটির বিনিয়োগের ঘোষণা

শুধু তাই নয়, এদিন মুখ্যমন্ত্রীকে ‘সত্যিকারের অগ্নিকন্যা’ বলে সম্বোধন করলেন রিলায়েন্স কর্তা। কিছুটা আবেগ নিয়েই তিনি বললেন, ‘প্রয়াত অটল বিহারী বাজপেয়ী আপনাকে যেমন বলতেন, আপনি সত্যিই অগ্নিকন্যা।’ এখানেই শেষ নয়, রাজ্যে এল বিপুল বিনিয়োগও।

বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে দাঁড়িয়ে বাংলায় বিনিয়োগের কথা জানিয়ে দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। মুকেশ অম্বানী বলেন, “বাংলা এখন এগিয়ে যাওয়ার দিশারি হয়ে উঠেছে। এ রাজ্যের জিডিপিও জাতীয় স্তরে অনেকটাই বেশি। রাজ্যের GDP এখন ১১.৫ শতাংশ। বাংলার এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইন্ডিয়া এখন গোটা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। আগে রিলায়েন্স বাংলার উন্নতিতে কাজ করে যাবে।”

আরও পড়ুন: কেন্দ্রের অভিযোগে শীলমোহর! ২৯ জনের মধ্যে ২৭ জনই ভুয়ো, আবাস যোজনার টাকা ফেরানোর নির্দেশ

এরপরই বড় বিনিয়োগের কথা ঘোষণা করে রিলায়েন্স কর্ণধার বলেন, “বাংলায় গত ৬ বছরে ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি। আগামী ৩ বছরে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। বাংলার উন্নয়নে কোনও ত্রুটি থাকবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রে আরও বিনিয়োগ করা হবে। ফাইভ জি পরিষেবা এগিয়ে যাচ্ছে। বাংলার প্রত্যেক বাড়িতে এয়ার ফাইবার এবং জিও ফাইবার পরিষেবা পৌঁছে যাবে। যা কর্মক্ষেত্রে নতুন দিশা নিয়ে আসবে।”

ambani mamata cm

বাংলার মানুষ ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ

রিলায়েন্সকে বিনিয়োগের সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন মুকেশ অম্বানি। তিনি আরও বলেন, “আমরা বাংলার বাসিন্দাদের ধন্যবাদ জানাই জিওকে গ্রহণ করার জন্য।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর