ফের বাজারে Jio ম্যাজিক! ২৮ দিনের জন্য সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এল মুকেশ আম্বানির সংস্থা

বাংলাহান্ট ডেস্ক : ভারতের টেলিকম বাজারে রিলায়েন্স জিও (Reliance Jio) একচ্ছত্র আধিপত্য করছে। সর্বাধিক গ্রাহক নিয়ে এই মুহূর্তে জিও ভারতের সর্ববৃহৎ টেলিকম সংস্থা। গত বছর জিও মাত্র ৯৯৯ টাকায় বাজারে লঞ্চ করে JioBharat V2 ফোন। এই 4G ফিচার ফোনের জন্য জিও লঞ্চ করেছে সস্তার একাধিক রিচার্জ প্ল্যান (Recharge Plan)।

ফের সস্তার রিচার্জ নিয়ে হাজির Jio (Reliance Jio)

এই প্ল্যানে জিও (Reliance Jio) ভারত ফোন ব্যবহারকারীরা পেয়ে থাকেন 4G ডেটা, আনলিমিটেড কলস ও জিওর OTT প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন। রিলায়েন্স জিও (Reliance Jio) ভারতের টেলিকম বাজারের মানচিত্র বদলে দিয়েছিল। একের পর এক সস্তার রিচার্জ প্ল্যান ব্যাপকভাবে টেলিকম গ্রাহকদের আকৃষ্ট করেছিল।

   

আরোও পড়ুন : ভোটকুশলী অতীত! নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন প্রশান্ত কিশোর, চাপে মোদী-মমতা?

তারপর ধীরে ধীরে অন্যান্য টেলিকম অপারেটরের গ্রাহকরা নিজেদের নম্বর পোর্ট করিয়ে যুক্ত হন জিওর সাথে। তারপর গ্রাহক সংখ্যা বাড়তে থাকলে জিও বারবার বৃদ্ধি করেছে রিচার্জ প্যাকের দাম। এই অবস্থায় অনেক গ্রাহক যখন BSNL-এ নিজেদের নম্বর পোর্ট করার কথা ভাবছেন, তখন জিওর (Reliance Jio) এই সস্তার রিচার্জ প্ল্যান গেম চেঞ্জার হতে পারে।

আরোও পড়ুন : বেলা বাড়তেই বাড়বে বৃষ্টি! কলকাতা সহ দক্ষিণবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়ার খবর

আজ আমরা জিওর (Reliance Jio) একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে আলোচনা করব যেটিতে জিও গ্রাহকরা অত্যন্ত সস্তায় প্রায় ১ মাসের বৈধতা সহ পেয়ে যাবেন হাইস্পিড ইন্টারনেট। এই প্ল্যানের মূল্য ২৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ২৮ দিন। এতে গ্রাহকরা পেয়ে যাবেন ৪২ জিবির ডেটা, আনলিমিটেড ফোন কলসের সুযোগ। গ্রাহকরা প্রতিদিন ১.৫ জিবি করে হাইস্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

jio recharge plan

এছাড়াও থাকছে প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে এসএমএস পাঠানোর সুবিধা। পাশাপাশি এই প্যাকের সাথে থাকবে Jio TV, Jio Cinema এবং Jio Cloud অ্যাক্সেস করার মতো আকর্ষণীয় সুযোগ। ডেইলি কোটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড নেমে আসবে 64kbps গতিতে। তবে এই প্যাকে Jio Cinema Premium সাবস্ক্রিপশন থাকবে না।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর