বাংলা হান্ট ডেস্ক : ব্রণর সমস্যা কার না নেই? শুধুই কি ব্রণর সমস্যা? ব্রণ থেকে কালো দাগ যা যতই দামি প্রসাধনী ব্যবহার করুন না কিছুতেই দূর হয় না, আর তাতেই চিন্তিত আজকের তরুণীরা। একই সঙ্গে ত্বকের সৌন্দর্য বাড়ানো নিয়েও কম কিছু করেন না যুবতীরা। তাই ত্বকের যত্ন নিতে প্রসাধনী ছাড়াও সব থেকে ভালো কার্যকরী জিনিস হল রেড ওয়াইন। তাই ত্বকে কী ভাবে রেড ওয়াইন ব্যবহার করবেন জেনে নিন-
1. ট্যান তোলার জন্য দুই টেবিল চামচ কাপ রেড ওয়াইন, দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিয়ে ভাল করে মুখে লাগান তারপর কুড়ি মিনিট পরে সেটি তুলে দিন।
2. ত্বক ভাল রাখার জন্য দুই টেবিল চামচ রেড ওয়াইন এর সঙ্গে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে নিয়ে কুড়ি মিনিট মুখে লাগিয়ে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে মাত্র এক দিন করলেই ফল পাবেন হাতেনাতে।
3. ত্বককে ভাল রাখতে রেড ওয়াইন দু টেবিল চামচ কাপ এর সঙ্গে দু টেবিল চামচ শশার রস মিশিয়ে নিয়ে তুলোর বল দিয়ে ভাল করে মুখে ম্যাসাজ করুন তারপর শুকিয়ে গেলে হালকা জল দিয়ে সেটি ধুয়ে তুলে ফেলুন।