বাংলাহান্ট ডেস্ক : দেশের মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখতে আরও একবার রেপো রেট বৃদ্ধি করতে চলেছে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আজই হতে পারে সেই ঘোষণা। এই ঘোষণা করতে পারেন বিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিপদ দাস। রেপো রেট বৃদ্ধির মারাত্মক প্রভাব পড়তে চলেছে দেশের শেয়ার বাজারে। একবার রেপো রেট বৃদ্ধি পেলে আরও ব্যয়বহুল হবে ঋণের ইএমআই (EMI)। এমনই আশংকা করছে দেশের অর্থনৈতিক মহল।
জানা যাচ্ছে, গত ২৮ সেপ্টেম্বর থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI)আর্থিক নীতি কমিটির (MPC)বৈঠক শুরু হয়। আজ দেশের আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চূড়ান্ত নীতি ঘোষণা করতে চলেছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস সকালে রেপো রেট ও অন্যান্য নীতির হার ঘোষণা করবেন বলে খবর। সম্ভবত আজ RBI রেপো রেট ০.৫০ শতাংশ হারে বাড়াতে চলেছে। যদি এটি ঘোষিত হয় তাহলে ব্যাঙ্কগুলির উপর মারাত্মক প্রভাব পড়বে। আরবিআই থেকে ঋণ নেওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠবে ব্যাঙ্কগুলির ক্ষেত্রে। তার সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের উপরও। মানুষকে চড়া সুদে ঋণ দিতে বাধ্য হবে ব্যাঙ্কগুলি। যে কারণে সাধারণ মানুষের জন্য ইএমআই আরও ব্যয়বহুল হতে চলেছে।
বেশিরভাগ আর্থিক বিশেষজ্ঞের মতে, দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণে এবারও হার বাড়ানোর ঘোষণা করতে পারে আরবিআই। অগাস্টে, খুচরো মুদ্রাস্ফীতির হার ৭ শতাংশের কাছাকাছি এসেছিল। যা রিজার্ভ ব্যঙ্ক অফ ইন্ডিয়া ৪ শতাংশের মধ্যে রাখতে চায়। তবে কেবল রিজার্ভ ব্যাঙ্কই নয়, বিশ্ববাজারের দিকে নজর দিলে দেখা যাবে, অনেক দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কও তাদের সুদের হার বাড়াচ্ছে। বিশ্বের বুকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতেই এই বাড়তি রেপো রেটের পথে হাঁটছে সব দেশ। সম্প্রতি, ২১ সেপ্টেম্বর মার্কিন ফেডারেল রিজার্ভও সুদের হার বাড়িয়েছে, যা আরবিআই-এর নজরে থাকবে।
এর আগে ৫ আগস্ট ২০২২-এ রেপো রেট বাড়ায় রিজার্ভ ব্যাঙ্ক। সেবারও ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়। তার আগে জুন মাসেও রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানান, মনিটরি পলিসি কমিটির সিদ্ধান্ত মতো রেপো রেটে পরিবর্তন আনা হচ্ছে। ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে রেপো রেট। করোনার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল দেশের অর্থনীতি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের মার্চ মাসে রেপো রেট ১১৫ বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছিল। এর পর টানা ১১ মাস অপরিবর্তিত রাখা হয়েছিল রেপো রেট। করোনার দাপট কমতেই ধীরে ধীরে ফের রেপে রেট বাড়াতে শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।