বাংলাহান্ট ডেস্ক : ইতিমধ্যে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পেটিএম পেমেন্টস ব্যাংকের উপর। এই নিষেধাজ্ঞার পর থেকে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে আলোড়ন। এই আবহে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে আরো একটি বড় আপডেট উঠে আসছে। এবার রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হল দেশের অন্যতম একটি বড় আর্থিক সংস্থার উপর।
PAYTM- এর উপর নিষেধাজ্ঞার জেরে অনেকেই বিপদে পড়েছেন। এরপর এই আর্থিক সংস্থার উপর RBI-এর বিধি-নিষেধের ফলে চিন্তার ভাঁজ বহু গ্রাহকের কপালে। নন-ব্যাঙ্কিং ফিনান্স সংস্থা আইআইএফএল ফিনান্সের (India Infoline) বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
আরোও পড়ুন : আরোও জোরদার হবে যাত্রী পরিষেবা! কলকাতার একাধিক রাস্তায় শুরু হতে পারে নতুন রুটের অটো
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) নির্দেশ দিয়ে জানিয়েছে, আইআইএফএল ফিনান্স নতুন করে স্বর্ণ ঋণ প্রদান করতে পারবে না। গোল্ড লোন দেওয়া ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি হল আইআইএফএল ফিনান্সের উপর। তবে এই সংস্থা গোল্ড লোনের টাকা সংগ্রহ চালিয়ে যেতে পারবে বলে সূত্রের খবর। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বলা হচ্ছে, ‘আইআইএফএল ফাইন্যান্সের ঋণ-মূল্য অনুপাতে অসঙ্গতি পাওয়া গেছে।
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সংস্থার কাজকর্মের স্পেশাল অডিট করা হবে। স্পেশাল অডিটের পর আমরা বিধিনিষেধ পুনর্বিবেচনা করব।’ এছাড়াও RBI বলছে, এই সংস্থা নিয়ম লঙ্ঘন ছাড়াও গ্রাহকদের উপর উল্লেখযোগ্য ও বিরূপ প্রভাব ফেলছে। তাই আপাতত এই সংস্থার কার্যকলাপের ওপর বিধি-নিষেধ জারি করা হচ্ছে।