কলম্বো-তে আজও বৃষ্টির ভ্রুকুটি! রিজার্ভ ডে-এর স্মৃতি মনে করে পাকিস্তানের বিরুদ্ধে আতঙ্কে ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ১০ই সেপ্টেম্বর রবিবার, ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) এশিয়া কাপের (2023 Asia Cup) সুপার ফোর পর্যায়ে একে অপরের মুখোমুখি হলেও ম্যাচ সম্পূর্ণ করা যায়নি। আবার ১১ই সেপ্টেম্বর দুপুর ৩ টে থেকে দুই দল রিজার্ভ ডে-এর সময়ে মাঠে নামবে। তখনই হবে চূড়ান্ত ফয়সলা। তবে ভারতীয় ক্রিকেটের সমর্থকরা ব্যাপারটা খুব একটা ভালোভাবে নিচ্ছেন না।

শেষবার ভারতকে ওডিআই ফরম্যাটে রিজার্ভ ডে-তে মাঠে নামতে হয়েছিল ঠিক চার বছর আগে ২০১৯ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে। নিউজিল্যান্ডের অসাধারণ বোলিংয়ের সামনে রবীন্দ্র জাদেজার লড়াই সত্ত্বেও হার মানতে বাধ্য হয়েছিল ভারত। মার্টিন গাপ্টিলের অসাধারণ থ্রো রিজার্ভ ডে-এর দিন মহেন্দ্র সিংহ ধোনির রান আউট নিশ্চিত করতেই ভারতের হাড় নিশ্চিত হয়ে গিয়েছিল। টার্গেট বর্তমান যুগের ক্রিকেটের হিসেবে অত্যন্ত কম থাকা সত্ত্বেও টপ অর্ডারের ব্যর্থতায় ওই ম্যাচ হাসতে হয়েছিল ভারতকে। সেই স্মৃতি প্রত্যেক ভারতীয় ক্রিকেটপ্রেমীকে আজন্ম তাড়া করে বেড়াবে।

তবে রবিবার যখন ভারত এবং পাকিস্তানের একে অপরের মুখোমুখি হয়েছিল তখন ভারতই ছিল চালকের আসনে। টসে জিতে পাকিস্তান প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ফিল্ডিংয়ের ভুলে তারা দুইবার শুভমান গিলকে জীবন দান দেয়। এরপর তিনি শাহীন শাহ আফ্রিদিদের অবস্থা খারাপ করে দেন।

rohit gill 115

পিছিয়ে ছিলেন না অধিনায়ক রোহিত শর্মাও। প্রথমদিকে কিছুটা সতর্ক হয়ে ব্যাটিং করলেও যত সময় ক্রিজে কাটিয়েছেন ততই তিনি আগ্রাসী হয়েছিলেন। তাদের দুজনের মধ্যে ১২১ রানের একটি পার্টনারশিপ হয়েছিল। এরপর পাকিস্তান দুটি উইকেট নিয়ে ম্যাচে ফিরেছিল ঠিকই, কিন্তু ঠান্ডা মাথায় একটি পার্টনারশিপ তৈরির কাজ করছিলেন কোহলি এবং লোকেশ রাহুল।

আরও পড়ুন: বৃষ্টির কারণে মাথায় হাত ভারতীয় দলের, একটানা ৩ দিন থাকতে হবে মাঠে! জানুন কেন;

তবে রিজার্ভ ডে-এর দিন আবার খেলা শুরু করা যাবে কিনা সেই নিয়ে বড়সড়ো প্রশ্নর জন্য উঠে গিয়েছে। কারণ কলম্বোতে সোমবার সকাল থেকেই মারাত্মক বৃষ্টি হচ্ছে। বিকেলের দিকে যদি বৃষ্টি থেমেও যায় তাহলেও মাটিকে খেলার উপযুক্ত রাখা যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর