প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে অর্থ সাহায্য করলেন দেশের সব স্তরের মানুষজন

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাসের (COVID-19) বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) ডাকে অনেক দেশবাসীই সাড়া দিয়েছেন। প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে প্রতিনিয়তই অর্থ দান করে চলেছে দেশের নাগরিকরা। এই ফান্ডে এবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath singh) প্রতিরক্ষা বিভাগের কর্মীদের একদিনের বেতন দানের ইচ্ছাকে সম্মতি দিয়ে দিয়েছেন।

নৌসেনা, স্থল সেনা , বায়ুসেনা, এছাড়াও সুরক্ষা বিভাগে কর্মরত ব্যক্তিদের সাহায্যে অর্থাৎ প্রতিরক্ষা মূলক বিভাগের তরফ থেকে প্রায় ৫০০ কোটি টাকা প্রধানমন্ত্রীর কেয়ারে দেওয়া হবে। সমগ্র দেশ থেকেই এই প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে প্রচুর পরিমাণে অর্থ সাহায্য আসছে। দেশের তাবড় তাবড় ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষও এই সময় সাধ্যমত অর্থ দান করে চলেছেন।

শুধুমাত্র প্রতিরক্ষা বিভাগ ছাড়াও এবার এই প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলও এই প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে আমি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ আঙ্গড়ি এক দিনের বেতন প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে দান করব। এবং এর সঙ্গে ১৩ লক্ষ রেলওয়ে এবং পিএসইউ কর্মীরাও তাঁদের ১ দিনের বেতন দান করবে। তো সব মিলিয়ে আমরা প্রায় ১৫১ কোটি টাকা দান করব’।

অন্যদিকে আধাসামরিক বাহিনীও প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে ১১৬ কোটি টাকা দান করেন। এই প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, ‘করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে সমস্ত আধাসামরিক বাহিনী তাঁদের ১ দিনের বেতন মিলিয়ে মোট ১১৬ কোটি টাকা দান করেছেন। আমি এনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই’।

X