ফ্লাইং কিস ছুড়লেন আর জি কর কাণ্ডের সঞ্জয়! কার উদ্দেশে? আদালতে চত্বরে যা হল…

বাংলা হান্ট ডেস্কঃ কোনোভাবেই আটকানো যাচ্ছে না আর জি কর (RG Kar) কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে (Sanjay Roy)। বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার প্রথম দিনই প্রাক্তন সিপি বিনীত গোয়েলের নাম নিয়েছিলেন সঞ্জয় রায়। আর এবার ছুড়লেন ফ্লাইং কিস। হ্যাঁ এই অবাক করা ঘটনাই ঘটিয়েছে অভিযুক্ত। বুধবার শিয়ালদহ কোর্ট চত্বরে থাকা জনতা, সাংবাদিকদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়েছে সঞ্জয়।

গত কয়েকদিনে বারবার মুখ খুলেছে সঞ্জয়। কখনও সরকার, কখনও অভিযোগ তুলেছে প্রাক্তন সিপির নাম ধরে। এরপরই ধৃতের ‘মুখবন্ধ’ করতে নিরাপত্তা বাড়ে। মঙ্গলবার বিচারপর্বের দ্বিতীয় দিনে কড়া নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে প্রেসিডেন্সি সংশোধনগার শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় আর জি কর কাণ্ডের মূল অভিযুক্তকে। পাল্টে যায় গাড়িও। প্রিজন ভ্যানের বদলে কালো কাচ তোলা এসি গাড়িতে অভিযুক্তকে আনা হয় আদালতে। বিরোধীদের খোঁচা, যাতে মিডিয়ার সামনে আর কারও নাম ‘ফাঁস’ করতে না পারে সেই কারণেই বেড়েছে নিরাপত্তার বহর।

প্রসঙ্গত, কিছুদিন আগের ঘটনা, আদালত থেকে প্রিজনভ্যানে করে নিয়ে যাওয়ার সময় ক্যামেরার সামনে হঠাৎ চিৎকার করে সঞ্জয় বলে, “আমাকে ফাঁসানো হয়েছে। ডিপার্টমেন্ট-সরকার সব জানে।” রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে সঞ্জয় বলেছিল, ‘এতদিন চুপচাপ ছিলাম। এতদিন কোনো কথা বলিনি। আমি রেপ বা খুন করিনি। আমাকে বলতে দেওয়া হয়নি সেখানেও। আমাকে নিচে নামিয়ে দিল। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না। আমাদের ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে এসব করেছে।’

RG Kar case accused Sanjoy Roy spent more than one month in same cloth

আরও পড়ুন: রেয়াত নয়! রাজ্যে আসছে ‘জবরদস্ত’ আইন! এবার বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার

এরপর সোমবার শিয়ালদা কোর্ট চত্বর থেকে প্রিজনভ্যানে করে নিয়ে যাওয়ার সময় জানলা থেকে চিৎকার করে সঞ্জয় বলে, সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। এমনকি তাকে হুমকি দেওয়া হয়েছে বলে ক্যামেরার সামনে অভিযোগ তোলে সঞ্জয়। এরপরই প্রাক্তন সিপির নাম ধরে চিৎকার সঞ্জয় বলে, ‘আমি নাম বলে দিচ্ছি বিনীত গোয়েল, ডিসি স্পেশাল সাজিস (ষড়যন্ত্র) করে আমাকে ফাঁসিয়েছে আর সরকারও ওদের সাপোর্ট করছে।’ আর এদিন কড়া নিরাপত্তায় গাড়ি বদল করে সঞ্জয়কে নিয়ে আসায় ক্যামেরার সামনে কিছু বলতে না পারলেও ফ্লাইং কিস ছুড়ল অভিযুক্ত। যেই দৃশ্য দেখে রীতিমতো হতবাক সক্কলে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর