বাংলা হান্ট ডেস্কঃ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় ড্রাগস কানেকশনের তদন্ত করা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আরও ছয়জনকে গ্রেফতার করে। আরেকদিকে, রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) সাথে যোগাযোগ রাখা বেশিরভাগ ড্রাগ প্যাডেলার্সকে গ্রেফতার করা হয়েছে। এবার সারা আলী খানের (Sara Ali khan) ড্রাগস প্যাডেলার্সদের গ্রেফতার করা হবে।
রিয়া চক্রবর্তীর সাথে যোগাযোগ রাখা বেশিরভাগ ড্রাগ প্যাডেলার এখন গারদে। রিয়া আর সারার কিছু কমন ড্রাগ প্যাডেলার ছিল, কিন্তু চাঞ্চল্যকর তথ্য হল রিয়া অনেকবার সারার থেকেও ড্রাগ নিয়েছিল। সারা নিজের ঘনিষ্ঠ প্যাডেলারদের থেকেও রিয়াকে ড্রাগ দিয়েছিল, আর সেই ড্রাগ রিয়া সুশান্তের কাছে পৌঁছে দিয়েছিল।
রিয়া আর সারাকে কোন কোন বড় ড্রাগ প্যাডেলার ড্রাগস দিত, সেটা নিয়ে NCB তদন্ত করছে, যদিও রিয়ার সাথে যোগাযোগ রাখা বেশিরভাগ ড্রাগ প্যাডেলারদের গ্রেফতার করেছে এনসিবি। এবার সারা আলী খানের ড্রাগ প্যাডেলারদের হাজতে ঢোকানোর জন্য তৎপর হয়েছে এই সংস্থা।
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই অভিযুক্তদের মুম্বাইয়ে এনসিবির বিশেষ আদালতে পেশ করা হবে। মুম্বাই থেকে ৫ আর গোয়া থেকে এক ড্রাগ প্যাডেলারকে গ্রেফতার করা হয়েছে। এদের আজ আদালতে পেশ করা হবে। এদের মধ্যে করমজিৎ, ফার্নান্ডিস, অঙ্কুশের নাম আছে।