বৌয়ের সামনে প্রেস্টিজ বাঁচানোর লড়াই, খড়ির কথায় ফুচকা প্রতিযোগিতা ঋদ্ধির! ভাইরাল প্রোমো

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একটানা প্রথম হতে হতে অতি সম্প্রতি বাংলা সেরার তকমা খুইয়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gantchhora)। খুব কম সময়েই সিরিয়ালটি দারুন জনপ্রিয়তা পেয়েছিল‌। রগচটা ঋদ্ধি আর আত্মাভিমানী খড়ির টক মিষ্টি গল্প অচিরেই দর্শক টেনে নিয়েছিল। এখন টপ পোজিশনটা হারিয়েছে বটে গাঁটছড়া, তবে সেটা ফিরে পাওয়ার লড়াইও চলছে সমানে।

বেশ টানটান উত্তেজনার পর্ব চলছে গাঁটছড়ায়। সিংহ রায় জুয়েলার্সের মূল‍্যবান গ্রাহক মিস্টার বাজোরিয়ার মেয়ের বিয়ের গয়না চুরি গিয়েছে সিংহ রায় বাড়ি থেকে। চোর সন্দেহে পুলিস গ্রেফতার করে খড়িকে। যদিও তারপরেই ঋদ্ধি গিয়ে ছাড়িয়ে নিয়ে আসে নিজের স্ত্রীকে।


সিংহ রায় পরিবারের কেউই বিশ্বাস করে না যে খড়ি গয়নাটা চুরি করতে পারে। বিশেষ করে ঋদ্ধি স্ত্রীর ন‍্যাওটা হয়ে উঠেছে। খড়ির বিরুদ্ধে কেউ অভিযোগ আনলে তাকে ছেড়ে কথা বলতে রাজি নয় সে। দুজনের এই জমাটি প্রেম বেশ উপভোগও করছেন দর্শকরা। এর মধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে বেশ অন‍্য রকম একটা মজার প্রোমো।

খড়ি ঋদ্ধির মাঝে হাজির খড়ির এক অনুরাগী। কিন্তু ঋদ্ধির তো তাকে একেবারেই পছন্দ নয়। তাই দুজনের ঝামেলা মেটাতে খড়িই প্রস্তাব দেয় ফুচকা প্রতিযোগিতার। তাহলেই বোঝা যাবে কার কত দম। প্রস্তাব শুনেই ভক্তর ঘোষনা, ফুচকা প্রতিযোগিতায় তাকে হারানো সম্ভবই না।

শুনেই জেদ চেপে যায় ঋদ্ধির। বদমেজাজি ঋদ্ধিমানকে একটার পর একটা ফুচকা খেতে দেখে এদিকে মুখে হাসি খড়ির। গাঁটছড়ার মজার এই প্রোমোটি ইতিমধ‍্যেই বেশ ভাইরাল হয়েছে। একটানা উত্তেজনার পর্বের মাঝে স্বাদবদল হওয়ায় খুশি দর্শকরাও।

https://www.instagram.com/p/Ceqa-MuNDjC/?igshid=YmMyMTA2M2Y=

গত বছর ডিসেম্বর মাসে শুরু হয়েছে গাঁটছড়া। খুব কম সময়ের মধ‍্যে জি বাংলার ‘মিঠাই’ এর থেকে সেরার সিংহাসন কেড়ে নিয়েছিল এই সিরিয়াল। তারপর থেকে দুই চ‍্যানেলের দুই সেরার মধ‍্যে টক্কর চলেছে। আগামী সপ্তাহে বেঙ্গল টপার কে হয় সেটাই এখন দেখার অপেক্ষা।

X