আলিশান বেড রুম, মডিউলার কিচেন, পুল, কি না নেই….রিঙ্কু সিংয়ের সাড়ে ৩ কোটি বাংলো দেখলে হবেন “থ”!

বাংলা হান্ট ডেস্ক: রিঙ্কু সিং(Rinku Singh)……নাম তো শুনাই হোগা। ২২ গজের ময়দানে পা রাখলেই গ্যালারি জুড়ে শুরু হয় গর্জন। তাঁর ব্যাটের জাদুতে ওঠে রানের ঝড়। বর্তমান সময় সব থেকে চর্চিত ক্রিকেট তারকা হচ্ছেন রিঙ্কু সিং(Rinku Singh)। ক্রিকেট জগতে তাঁর স্ট্রাগলের কাহিনীটা সকলের জানা। একসময় যে ছেলেটি ফিল্ডের বাইরে থাকত, তাকেই দলের রিটেন তালিকায় সবার প্রথমে রাখা হয়েছে। সাক্ষাৎকারে সবসময়ই তিনি বলতেন স্বপ্নের একটা বাড়ি বানাবেন। আর এবার সেই স্বপ্নই বাস্তবে পরিণত হলো। ঝুপড়ির ঘর থেকে আজ রিঙ্কু সিং(Rinku Singh) সাড়ে ৩ কোটির বাংলোর রাজা। আর সেই বাংলোর দর্শন করালেন খোদ তিনি।

জানা যায় আইপিএলের মেগা নিলামের আগেই রিটেন তালিকার শীর্ষে নাম ছিল রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। একসময় যে ছেলেটি ৫০ লাখ দিয়ে খেলতো, এবার তিনি খেলবেন ১৩ কোটি টাকার বিনিময়। এখন কেকেআরের অন্যতম ভরসা রিঙ্কু সিং(Rinku Singh)। আর এই খবর আসার পরই প্রকাশ্যে এসেছে তার নতুন বাংলোর কথা। জানা যায় আলিগড়ের ওজন সিটিতে গোল্ডেন এস্টেটে তিনি একটি আলিশান বাংলো কিনেছেন। বাংলো তৈরির সংস্থা অর্থাৎ ওজন সিটির শেয়ার করা ইউটিউব ভিডিওতেই দেখা গিয়েছে বাংলোর ঝলক।

Rinku Singh 3.5 crore bungalow video viral

ভিডিও শুরুতেই রিঙ্কু সিং(Rinku Singh) বলেন, “আমি রিঙ্কু সিং, গোল্ডেন এস্টেটে আমার নতুন ঘরে স্বাগত।” এরপরই প্রথম দর্শন হয় ঠাকুর ঘরের, যেখানে স্থাপন করা রয়েছে লক্ষ্মী-গণেশের মূর্তি। এরপর সেখান থেকে বসার ঘর থেকে শুরু করে বেডরুম বিভিন্ন জায়গায় দেখাতে শুরু করেন নাইট ক্রিকেটার। এমনকি একটা জায়গায় তাঁর জীবনের বিশেষ বিশেষ জিনিস গুলিকে বাঁধিয়ে রেখেছেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ব্যাট। যে ব্যাট দিয়ে কেকেআরের হয়ে গুজরাটের বিরুদ্ধে ৫টি ছক্কার ঝড় তুলেছিলেন।

আরও পড়ুন : নয়া নিয়ম কেন্দ্রের! বদল আসছে কলকাতার এইসব গাড়িতে! দেখুন, রেজিস্ট্রেশনের জন্য খরচ কত হবে

ভিডিওতে তিনি বলেন “এই ব্যাটকে তো সকলেই চেনেন, যা দিয়ে পাঁচটি ছক্কা মেরেছিলাম। আর এই ব্যাটই আমার জীবন বদলে দিয়েছে”। এরপর ঘরের প্রতিটি কোণা ভিডিওতে দেখা যায়। প্রতিটি বেডরুম অত্যন্ত ঝাঁ চকচকে। আর ইন্টেরিয়ার ডিজাইনের কথা না বললেই নয়। রয়েছে মডিউলার কিচেন, পুল, প্রাইভেট লিফ্ট।

আরও পড়ুন : বহু পুরুষের রাতের ঘুম কেড়েছেন ‘বাঙালি বম্বশেল’, ডিভোর্সি করণকে বিয়ের আগে এই ৫ পুরুষ এসেছে বিপাশার জীবনে!

বসার জায়গা থেকে শুরু করে ঝাড়বাতি সবতেই যেন আধুনিকতার ছোঁয়া। এছাড়াও টেরেস গার্ডেন, রুফটপ যাই দেখবেন চোখ জুড়িয়ে যাবে। এমনকি ঘরের একটি কোণে সাজানো রয়েছে তার ক্রিকেটের প্রতিটি মুহূর্তের ছবি। শাহরুখ খান, বিরাট কোহলি থেকে শুরু করে ধোনি, নীতিশ রানা সকলের ছবি সুন্দর করে সাজিয়েছেন। সব মিলিয়ে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) জীবনের বিরাট একটি স্বপ্ন পূরণ হল। আগামী দিনেও যেনো তিনি এভাবেই নিজের স্বপ্নগুলো পূরণ।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর