সময়ের আগেই হাজির স‍্যান্টা, মূক ও বধির শিশুদের জন‍্য উপহারের ডালি সাজিয়ে আনলেন ঋতাভরী

বাংলাহান্ট ডেস্ক: বড়দিন (Christmas) এসে পড়েছে দোরগোড়ায়। শহর সেজে উঠতে শুরু করেছে আলোর মেলায়। উৎসবের মেজাজ সর্বত্র। তবে স‍্যান্টাবুড়ো আসার কিছুদিন আগেই বড় সারপ্রাইজ পেল আইডিয়াল স্কুল অফ ডেফ এর কচিকাঁচারা। তাদের জন‍্য স‍্যান্টাক্লজ হয়ে হাজির হলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakrabarty)।

ঋতাভরীর জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে এই স্কুলের খুদে পড়ুয়ারা। বিভিন্ন উৎসব অনুষ্ঠান উপলক্ষে স্কুলে উপস্থিত হয়ে যান তিনি। সকলের সঙ্গে মিলে সেলিব্রেট করেন। বড়দিনেও তার ব‍্যতিক্রম হল না। এদিন সাদা কালো পোশাকে সেজে একগুচ্ছ উপহার নিয়ে স্কুলে এসে উপস্থিত হন ঋতাভরী।

ritabhari chakraborty 1514437872100
বাচ্চাদের সঙ্গে আলো, বেলস, রিবনস দিয়ে ক্রিসমাস ট্রি সাজাতে সাহায‍্য করেন ঋতাভরী। সঙ্গে তিনি নিয়ে এসেছিলেন অনেক উপহার আর চকোলেটস। হইহই করে দিনটা কাটিয়েছেন তিনি সকলের সঙ্গে। এদিনের বেশ কিছু ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঋতাভরী। বাচ্চারাও যে তাঁকে পেয়ে খুব খুশি সেটা ওই উজ্জ্বল মুখগুলোই বলে দিচ্ছিল।

ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, ‘কার্যত আমার সম্পূর্ণ হৃদয়। আইডিয়াল স্কুল ফর দ‍্য ডেফ এ আমরা ক্রিসমাস ট্রি সাজালাম। আর আশা করি এই ছবিগুলোই আপনাকে বুঝিয়ে দেবে আমরা ক্রিসমাস কতটা ভালবাসি! ক্রিসমাসের প্রস্তুতি। নিংঃসন্দেহে আমার কাছে বছরের মধ‍্যে সেরা দিন। কারণ আমি আমার বাচ্চাদের স‍্যান্টা হয়ে উঠতে পারি।’

https://www.instagram.com/p/CmS02QvhXZG/?igshid=YmMyMTA2M2Y=

এর আগে নিজের জন্মদিনও এই স্কুলের কচিকাঁচাদের সঙ্গেই উদযাপন করেছিলেন ঋতাভরী। ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আমার বাচ্চারাই আমার জীবনে সবথেকে বড় আশীর্বাদ। ওদের নিঃশব্দ হাততালি, আলিঙ্গন আর ভালবাসা আমার হৃদয়টা কানায় কানায় পূর্ণ করে দেয় প্রতিবার। স্কুলে আমার বাচ্চাদের সঙ্গে জন্মদিন উদযাপনটা দারুন ছিল। আমরা প্রিয় বিরিয়ানি আর চকলেট খেলাম, ম‍্যাজিক শো দেখলাম আর একসঙ্গে খেলতে খেলতে অনেক হাসলাম! যতদিন বাঁচব ততদিন যেন আরো বিশেষ শিশুদের যত্ন করার শক্তি পাই। এই জগৎকে যেন কিছু দিয়ে যেতে পারি আমি।’

Niranjana Nag

সম্পর্কিত খবর