বিয়ের সানাই ঋতাভরীর পরিবারে, অবশেষে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রীর দিদি চিত্রাঙ্গদা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কয়েক মাস আটকে থাকার পর অবশেষে বিয়ে সারলেন ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakrabarty) দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তী (Chitrangada Chakraborty)। চলতি বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাঁর। কিন্তু অভিনেত্রী করোনা আক্রান্ত হওয়ায় অনির্দিষ্টকালের জন‍্য পিছিয়ে যায় বিয়ের দিন। অবশেষে ঘরোয়া অনুষ্ঠানে পরিবার, বন্ধুদের উপস্থিতিতে আইনি বিয়ে সারলেন চিত্রাঙ্গদা।

দিদির সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে আপ্লুত ঋতাভরী লিখেছেন, ‘আমার দিদি আজ বিয়ে করে নিল! এর থেকে বেশি আনন্দের আর কী হতে পারে আমার কাছে? যতক্ষণ না দিদিকে বিয়ে করতে দেখছো ততক্ষণ বুঝতেই পারবে না যে এটা কতটা আবেগের হতে পারে। ও কখন এত বড় হয়ে গেল? সম্বিত যে কিনা এখন থেকে আমার জামাইবাবু আর চিত্রাঙ্গদা অবশেষে বিবাহিত। সারা জীবন আনন্দ, পাগলামি আর রৌদ্রোজ্জ্বল দিনের জন‍্য শুভ কামনা রইল।’


ঋতাভরী আরো জানিয়েছেন, সম্বিত ও চিত্রাঙ্গদা আইনের চোখে এখন থেকে স্বামী স্ত্রী। তবে সামাজিক বিয়ের অনুষ্ঠানের জন‍্য শীতকাল পর্যন্ত অপেক্ষা করবেন তাঁরা। অর্থাৎ বছরের শেষের দিকেই ধুমধাম করে সাত পাক ঘুরবেন চিত্রাঙ্গদা।


বেশ অনেক মাস আগেই বাগদান পর্ব সেরে রেখেছিলেন চিত্রাঙ্গদা ও সম্বিত। ২০২২ এর শুরুতেই বিয়েটাও হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু গত ডিসেম্বরেই করোনা হানা দেয় ঋতাভরীর পরিবারে। প্রথমে দিদি চিত্রাঙ্গদা ও তারপ‍র মা শতরূপাও করোনার কবলে পড়েন। তাই সমস্ত প্রস্তুতি সেরে রাখা সত্ত্বেও বর কনের সিদ্ধান্তেই অনুষ্ঠান পেছোনো হয়েছিল তখন।

https://www.instagram.com/p/CcvdksVhc9m/?igshid=YmMyMTA2M2Y=

বোন ঋতাভরীর মতো চিত্রাঙ্গদাও পেশায় অভিনেত্রী। ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’, ‘আহারে মন’, সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘মুক্তি’তেও অভিনয় করেছেন তিনি। অন‍্যদিকে চিত্রাঙ্গদার স্বামী সম্বিত সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। তিনি পেশায় পারকাশনিস্ট। কমনওয়েলথ গেমস গোল্ড কোস্ট’১৮ তে দেশের হয়ে প্রতিনিধিত্বও করেছেন তিনি।

X