বাংলাহান্ট ডেস্কঃ ঢাক ঢোল পিটিয়ে সমাজসেবা একেবারেই পছন্দ নয় তাঁর। তাই কিছুটা অনাড়ম্বর ভাবেই বন্ধু রাহুলকে সঙ্গে নিয়ে বস্তির ১০০ জন দুস্থ প্রবীণকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করলেন টলি পাড়ার অন্যতম গ্লামারস কুইন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।
অনাথাশ্রমের শিশুদের সঙ্গে জন্মদিন পালন হোক, কিংবা মূক ও বধিরদের পাশে থাকা- বছরভোর নানারকম সমাজসেবা মূলক কাজকর্ম করে থাকলেও, কোনদিন প্রচারের আলোয় তা আনতে চাননি ঋতাভরী। এবারেও করলেন তাই। শুধুমাত্র বন্ধু রাহুল দাশগুপ্তকে সঙ্গে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে দত্তাবাদ বস্তির ১০০ জন দুস্থ প্রবীণকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করলেন ঋতাভরী।
বর্তমান সময়ে উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ। আজকের দিনে দাঁড়িয়ে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গেছে। মহারাষ্ট্রে আজ থেকেই জারি হয়েছে নাইট কার্ফু। সেইসঙ্গে সপ্তাহান্তে বন্ধ থাকবে শপিংমল, বার, রেস্তোরাও। কিন্তু এই পরিস্থিতিতেও বহু মানুষ এখনও এই মহামারিকে হালকা ভাবে নিচ্ছেন।
সরকারী নির্দেশ মত বর্তমান সময়ে সরকারী ভাবে হোক কিংবা বেসরকারীভাবে ৪৫ উর্দ্ধ যে কোন ব্যক্তি করোনা ভ্যাকসিন নিতে পারবেন। কিন্তু তা সত্ত্বেও বস্তির প্রবীণদের মধ্যে করোনা নিয়ে সচেতনতা একটু কমই লক্ষ্য করা যায়। সেকারণেই দত্তাবাদ বস্তির ১০০ জন দুস্থ প্রবীণ নাগরিকের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন ঋতাভরী।
https://www.instagram.com/p/CNM_flLgoTF/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
সমস্ত কোভিড বিধি মান্য করেই তাদের একটি বেসরকারী হাসপাতালে করোনা টিকা নেওয়ার ব্যবস্থা করলেন ঋতাভরী। সেই আয়োজনের ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডেল থেকে শেয়ার করে সকলকে করোনার বিরুদ্ধে সতর্ক থাকার বার্তা দিয়েছেন অভিনেত্রী।