মমতার কাছে ‘নালিশ’ করছেন ঋতুপর্ণা? ‘নির্লজ্জ প্রদর্শন’ দেখে ধুয়ে দিলেন শ্রীলেখা

বাংলা হান্ট ডেস্ক : মঙ্গলবার রাজ্য সরকারের ডাকে কলকাতার রেড রোডে বসেছিল দুর্গাপুজোর কার্নিভাল (Puja Carnival)। অন্যদিকে আরজিকরের তিলোত্তমার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের ডাকে রাণী রাসমণি রোডে এদিন দেখা গেল দ্রোহ কার্নিভাল। একদিকে যেমন মুখ্যমন্ত্রীর পুজো কার্নিভালে (Puja Carnival) দেখা গেল টলিপাড়ার এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রীদের।

পুজো কার্নিভালে (Puja Carnival) ঋতুপর্ণার নাচ দেখে কটাক্ষ শ্রীলেখার

অন্যদিকে ডাক্তারদের ডাকা দ্রোহ কার্নিভালে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিলেন  শ্রীলেখা মিত্র, দেবলীনা দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, কিংবা বিদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেত্রীদের। প্রসঙ্গত এই দ্রোহ কার্নিভালে অংশগ্রহণকারী বিনোদন জগতের তারকারা শুরু থেকেই আরজিকরের প্রতিবাদ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

তাই এদিনও তাঁরা নির্যাতিতার হয়েই গলা ফাটালেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজ্য সরকারের পুজো কার্নিভালের (Puja Carnival) একাধিক ভিডিও। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে কখনও তিনি ডান্ডিয়ার তালে নাচ করছেন, আবার কখনও শোনা যাচ্ছে  মুখ্যমন্ত্রীর নিজের লেখা ও সুর করা গান।

আরও পড়ুন : মমতাময় পুজো কার্নিভাল! ‘সেরা’ দিদির গান, নায়িকাদের সাথে ডান্ডিয়া নাচ, আর কী হল?

প্রসঙ্গত গত ৯ আগস্ট তিলোত্তমার নির্মম ধর্ষণ-হত্যাকাণ্ডের পর সোশ্যাল মিডিয়ায়  শঙ্খ বাজিয়ে প্রতীকী প্রতিবাদের জেরে তুমুল ট্রোলড হয়েছিলেন ঋতুপর্ণা। এই ঘটনার পর শ্যামবাজারের প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েও ‘গো-ব্যাক’ স্লোগানের মুখে পড়েছিলেন অভিনেত্রী। আর গতকাল অর্থাৎ মঙ্গলবার এই ঋতুপর্ণাকেই দেখা গেল রাজ্য সরকারের রেড রোডের দুর্গা পুজোর কার্নিভালে।

সেখানে এদিন ঋতুপর্ণা শুধুই সশরীরে উপস্থিত থাকলেন না। সেইসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া ও লেখা গানেও নৃত্য পরিবেশন করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এবং ভিডিও ঘিরে রীতিমতো মিমের ছড়াছড়ি। এরমধ্যে একটি ছবিতে  দেখা গেল মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছেন মমতা আর ঋতুপর্ণা।

সেই ছবি নিজের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করেই অভিনেত্রী শ্রীলেখা মিত্র এদিন লিখেছেন, ‘কীসের যেন এপিঠ-ওপিঠ বলে। ছিঃ ধিক্কার জানালাম। আমার দেওয়া নামটা এতদিনে নিশ্চয়ই সবাই জেনে গেছেন ***না’।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর