মুখার্জিদের পুজোয় বিশেষ আকর্ষণ, কাজলের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন ঋতুপর্ণা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) পায়ের তলায় সর্ষে। কখনও কলকাতা, কখনও সিঙ্গাপুর কাজের সূত্রে ঘুরতেই থাকেন তিনি। এবার দুর্গাপুজোর দশমীতে ঋতুপর্ণা পৌঁছে গেলেন সুদূর মুম্বই। মুখার্জিদের পুজোয় উপস্থিত হয়ে কাজলের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠলেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)।

মুম্বইয়ের পুজোয় সিঁদুর খেলায় মাতলেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)

সংবাদ মাধ্যমকে ঋতুপর্ণা (Rituparna Sengupta) জানান, মুম্বইয়ের শিবাজি পার্ক সহ বেশ কয়েকটি পুজো মণ্ডপে আমন্ত্রণ ছিল তাঁর। এরপর হাতে সময় থাকায় তিনি পৌঁছে যান রানি, কাজলদের পুজোয়। অভিনেত্রী বলেন, তাঁরা সকলেই তাঁকে ভালোবাসেন। বারবার যেতে বলেছিলেন। তাই দশমীর দিন সিঁদুরও খেলে এসেছেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)।

Rituparna Sengupta participated in sidur khela with kajol

মুখার্জিদের পুজোয় তারকাদের ঢল: মুম্বইতে মুখার্জিদের দুর্গাপুজোর জনপ্রিয়তা আকাশছোঁয়া। প্রতি বছর এই পুজোয় তারকাদের ঢল নামে। দেখা মেলে কাজল, রানি, অয়ন মুখার্জিদের। এবার আলাদা ভাবে নজর কাড়লেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)। কাজলের সঙ্গে তাঁর সিঁদুর খেলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন : পুজো শেষ, আগামীকাল থেকেই অফিস! মেট্রো ঠিকঠাক চলবে তো কাল?

আগামীতে কী পরিকল্পনা: বৃহস্পতিবারই আবার কলকাতায় ফিরেছেন ঋতুপর্ণা। ফিরে সুরুচি সঙ্ঘ সহ বেশ কয়েকটি মণ্ডপ দর্শনের ইচ্ছা রয়েছে বলে জানান অভিনেত্রী। ঋতুপর্ণার (Rituparna Sengupta) স্বামী সঞ্জয়ও এই সময় এসেছেন কলকাতায়। পুজো শেষ হতে হতেই আবার ঋতুপর্ণা (Rituparna Sengupta) পাড়ি দেবেন মার্কিন মুলুকে।

আরও পড়ুন : পড়ে না পেঁয়াজ-রসুন, ভোগের স্পেশ্যাল নিরামিষ পাঁঠার মাংসের রেসিপি জানালেন সুদীপা

ঋতুপর্ণা জানান, আমেরিকায় আরও একটি অনুষ্ঠান রয়েছে তাঁর। আগামীতে আরও কিছু কাজ রয়েছে বলে জানান তিনি। সেসব নিয়ে ব্যস্ততা তো রয়েছেই। মা দুর্গার জন্য সবকিছু সুষ্ঠু ভাবে সামলে নিতে পারেন বলে মন্তব্য করেন ঋতুপর্ণা।