২৬ মিটার দৌড়ে পাখির মত উড়ে অবিশ্বাস্য ক্যাচ ধরলেন রবি বিশ্নোই, প্রশংসায় পঞ্চমুখ প্রাপ্তনরা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এই মরশুমে নিজের প্রথম আইপিএল ম্যাচ থেকেই দারুণ পারফরম্যান্স করছেন তরুণ লেগ স্পিনার রবি বিশ্নোই। পাঞ্জাবের হয়ে প্রথম তিনটি ম্যাচে তিনি সুযোগ পাননি তবে যখন থেকে সুযোগ পেয়েছেন তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে তিনি পাঞ্জাব জার্সি গায়ে এই আইপিএলে প্রথম মাঠে নামেন। সেই ম্যাচে মাত্র 21 রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে সকলের নজর কাড়েন।

তারপর সোমবার কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে ম্যাচে সুযোগ পেয়েই দারুণ পারফরম্যান্স করলেন তিনি। বল হাতে 4 ওভার বল করে মাত্র 19 রান দেওয়ার পাশাপাশি দুরন্ত ক্যাচ নিয়ে আউট করে দেন ভয়ঙ্কর মেজাজে থাকা সুনীল নারিনকে। কলকাতার প্রথম তিনটি উইকেট পড়ে যাওয়ার পরে সুনীল নারিনকে দ্রুত গতির ইনিংস খেলার জন্য ক্রিজে পাঠায় কেকেআর টিম ম্যানেজমেন্ট। অর্ষদীপ সিংয়ের ওভারের প্রথম বলে ডিপ মিড উইকেট এর উপর দিয়ে লম্বা শট খেলে দেন সুনীল নারিন। 26 মিটার দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে সেই বল ক্যাচ লুপে নেন রবি বিশ্নোই।

https://twitter.com/KP24/status/1386716765141422083?s=20

রবি বিশ্নোইয়ের এই দুরন্ত ক্যাচ দেখার পরই কমেন্ট্রি বক্সে থাকা হর্ষ ভোগলে বলে বসেন “ক্যাচ অফ দ্য টুর্নামেন্ট।” টুইট করেও এই ইয়ংস্টারকে উৎসাহ দেন হর্ষ ভোগলে। এছাড়াও রবি বিশ্নোইয়ের এই দুরন্ত ক্যাচ দেখার পর তার প্রশংসায় ভরিয়ে দেয় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। তিনি বলেন “এটি আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ।”

X