অপ্রতিরোধ্য ভারত, অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় অমর হয়ে গেলেন রোহিত!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) বিধ্বংসী ছন্দে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। আর তার একটা মুল কারণ হলো রোহিত শর্মা (Rohit Sharma)। তার বিধ্বংসী ব্যাটিং এবং ক্ষুরধার মস্তিষ্কের অধিনায়কত্ব, ঘরের মাটিতে আয়োজিত বিশ্বকাপে ভারতীয় দলকে করে তুলেছে অপ্রতিরোধ্য। আর তার পাশাপাশি একের পর এক ব্যক্তিগত রেকর্ডও গড়ে চলেছেন তিনি।

গতকাল তিনি ফের একবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। তার এবং অপর ওপেনার শুভমান গিলের মধ্যে ১০০ রানের ওপেনিং পার্টনারশিপ হয়। রোহিত শর্মা নিজে ৫৪ বল খেলে ৮টি চার এবং ২টি ছক্কা সহ ৬১ রানের ইনিংস খেলেন।

rohit 87

আর তিনি আরও একবার বিরাট ইনিংস খেলতে ব্যর্থ হলেও কাজের কাজটা করে দিয়ে গিয়েছিলেন। ফলস্বরূপ পরের দিকে শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুল অসাধারণ জোড়া শতরান করে ভারতকে ৪০১ রানের স্কোরকার্ড অবধি পৌঁছে দিয়েছিলেন।

আরও পড়ুন: এই প্রথমবার চলতি বিশ্বকাপে নিজের দমে হাফসেঞ্চুরি করলেন শুভমান গিল! খুশি হবেন সারা

রোহিত শর্মা কাল চলতি বিশ্বকাপে ৫০০ রানের গণ্ডি অতিক্রম করেছেন। এই কাজের পর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি দুটো বিশ্বকাপে ৫০০ রানের গণ্ডি অতিক্রম করার কীর্তি গড়েছেন। এককভাবে এমন অদ্ভুত কীর্তির মালিক হয়ে অত্যন্ত উচ্ছসিত রোহিত।

আরও পড়ুন: কোহলির পর এবার উইকেট পেলেন রোহিত শর্মাও! টানা ৯ ম্যাচ জিতে সৌরভের রেকর্ড ভাঙলেন হিটম্যান

এছাড়া কাল তিনি ছুঁয়ে ফেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড। এর আগে অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে একটি বিশ্বকাপে টানা সর্বাধিক ম্যাচ জেতানোর রেকর্ড গড়েছিলেন তিনি। ২০০৩ সালে তার নেতৃত্বাধীন দল টানা ৮টি ম্যাচ জিতেছিল বিশ্বকাপে। এবার রোহিত শর্মার ভারতীয় দল টানা ৯ ম্যাচ জিতে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর