‘পাকিস্তানে বিরক্তিকরভাবে টেস্ট খেলা হয়’, অস্ট্রেলিয়ার কাছে হেরে তোপ দাগলেন রোহিত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) চলতি সিরিজের শুরু থেকেই ভারতের পিচগুলি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। নাগপুর এবং দিল্লী টেস্টে অস্ট্রেলিয়া শোচনীয়ভাবে হারের পর সেই দেশের সংবাদ মাধ্যম ভারতের টার্নিং পিচ তৈরি করে বিপক্ষকে বেকায়দায় ফেলার নীতির চূড়ান্ত সমালোচনা করেছিল। যদিও ভারতীয় সমর্থক এবং কিছু সংবাদ মাধ্যম দাবি করছিল যে প্রত্যেক দেশ নিজেদের সুবিধামতো উইকেট তৈরি করে এবং এতে আপত্তির কিছু নেই।

কিন্তু ইন্দোর টেস্টের পর এবার সত্যি সত্যি প্রশ্ন উঠে গেল ভারতের পিচ নিয়ে। পরপর তিনটি টেস্টে তিনদিনেই শেষ হয়ে গেল ম্যাচ। প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া হারার পর এবার দ্বিতীয় ম্যাচে হারের কবলে পড়লো ভারতীয় দল। যদিও ব্যাপারটা তেমনভাবে দেখতে রাজি নন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। হিটম্যান মনে করেন যে ভারতে প্রস্তুত হওয়া পিচ নিয়ে আপত্তি জানানোর মতো কোন জায়গা নেই।

australia rohit

তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা যদি ভালোভাবে ব্যাটিং করতে পারতাম তাহলেই ম্যাচ পাঁচ দিন অবধি চলে যেত। এতে পিছন নিয়ে কোনও অভিযোগের জায়গা নেই। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া, পাকিস্তানের (Pakistan) মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে এসেছিল যেখানে প্রত্যেকটা ম্যাচই পাটা উইকেটে হয়েছিল এবং দর্শক অত্যন্ত বিরক্ত হয়েছিল সেই ম্যাচগুলি দেখতে। আমরা মানুষকে উত্তেজনামূলক ম্যাচ উপহার দিচ্ছি।”

২০২২ সালের শেষের দিকে অস্ট্রেলিয়া যখন পাকিস্তান সফরে গিয়েছিল, তখন সত্যিই এমন উইকেটে খেলা হয়েছিল যেখানে ম্যাচের ফল নির্ধারণ করা সম্ভব হয়নি বেশিরভাগ ক্ষেত্রেই। সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া জয় পায় এবং বাকি দুটি টেস্ট ড্র হয়েছিল এবং টেস্ট ক্রিকেটে এমন পাটা উইকেট বানানো উচিত কিনা সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন তুলেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

কিন্তু অনেকেই রহিত শর্মার এই তত্ত্ব মানছেন না না। কেউ কেউ দাবি করেছেন যে ১৭.৮ গড়ে মাত্র ৭ সেশনে চার ইনিংস শেষ হয়ে যাচ্ছে। মাত্র ৫৫৩ ওভারে যেখানে ৩১ উইকেট চলে যাচ্ছে, সেটা কখনোই ভালো পিচ নয়। এটি ব্যাট এবং বলের মধ্যে একটি সমান প্রতিযোগিতা বা ভারসাম্য বজায় রাখছে না। এটি দারুণ খেলা মনে হতে পারে, কিন্তু ভালো টেস্ট পিচ নয়। এই পিচে দলে ফাস্ট বোলারদের কোনও গুরুত্বই থাকছে না।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর