‘ওর সমালোচনা হোক’, রোহিত হাফসেঞ্চুরি করলেও ভারতীয় অধিনায়কের ওপর সন্তুষ্ট নন গম্ভীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নেপালের বিরুদ্ধে বড় রান করার পর গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমেও অসাধারণ ছন্দে ছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম ওভারেই তিনি ছক্কা মারলেও শুরুটা ধীরস্থির ভাবে করেছিলেন হিটম্যান। এরপর যত ক্রিজে সময় কাটিয়েছেন ততই আগ্রাসন বেড়েছে তার ব্যাটিংয়ে। ৪২ বলে তিনি নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন।

কাল নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ৩০০ তম ওডিআই ম্যাচটি খেলতে নেমেছিলেন হিটম্যান। মাত্র ২২ রানের জন্য ওডিআই ফরম্যাটে ১০,০০০ রানের গণ্ডি কাল ছুঁতে পারেননি তিনি। তবে তার পারফরম‍্যান্স দেখে অনেকেই সন্তুষ্ট। বিশ্বকাপের আগে তার এই ফর্ম স্বস্তি দিচ্ছে ভারতীয় ভক্তদের।

তবে বাকি সকলের সন্তুষ্ট হলেও তাকে নিয়ে খুব একটা প্রসন্ন নন গৌতম গম্ভীর। তার মতে কাল অর্ধশতরান সম্পূর্ণ করার পর নিজের উইকেটটা ছুড়ে ফেলে এসেছেন হিটম্যান। পাকিস্তানের বিরুদ্ধে ৩৭০-৩৭৫ রানের বোঝা ভারতের চাপানো উচিত ছিল বলে মনে করেন তিনি। কিন্তু রোহিত এবং তার পরের ওভারেই শুভমান গিল আউট হওয়ার পর সেই আশঙ্কা কিছুটা ধাক্কা খেয়েছিল।

rohit gill 115

আরও পড়ুন: এমনটা আবার হলে বিশ্বকাপ জয় অসম্ভব! BCCI-কে সতর্ক করলেন সৌরভ

গৌতম গম্ভীর বলেছেন, “রোহিত শর্মার নিজেরই দুঃখ পাওয়া উচিত নিজে যেভাবে উইকেটটা শাদাব খানকে উপহার দিয়ে এসেছেন তা দেখে। তিনি এবং শুভমান পরপর আউট হন। পাকিস্তানি বিরুদ্ধে ভারত ভালো জায়গা ছিল কিন্তু ওদেরকে কোনওরকম সুযোগ দেওয়া উচিত না।”

আরও পড়ুন: ৩০০ তম ODI খেলতে নেমে ৫০-এর ফিফটি! ইতিহাসে প্রথম ক্রিকেটার এই অবিশ্বাস্য কাজ করলেন রোহিত

তবে ১০ই সেপ্টেম্বর ভারত পাক ম্যাচ ভেস্তে যাওয়ার পর ১১ই সেপ্টেম্বর রেজাল্ট ডে-তেও বৃষ্টি এমনভাবে হানা দিয়েছে যে ম্যাচ শুরু করা সম্ভব হচ্ছে না। ফলস্বরূপ শুধুমাত্র ভারত ও পাকিস্তান ক্রিকেট ভক্তরাই না গোটা পৃথিবীর ক্রিকেটপ্রেমীরা হতাশ।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর