মাত্র ১১ বছর বয়সী সুইং বোলারের প্রতিভায় মুগ্ধ রোহিত শর্মা! নেটে ভারত অধিনায়কের বিরুদ্ধে হাত ঘোরালেন ছোট্ট দ্রুশিল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আরও একবার ক্রিকেট ভক্তদের মন জয় করলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ায় অনুশীলন চালানোর সময় এক ১১ বছর বয়সী প্রতিভাবান বোলারকে তিনি সুযোগ করে দেন নেটে তার বিরুদ্ধে হাত ঘোরানোর। ইতিমধ্যেই বিসিসিআই সেই ঘটনার ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে শেয়ার করেছে যা দেখে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। কিন্তু কি করে এই তরুণ প্রতিভার সন্ধান পেলেন রোহিত?

ভারতীয় দলের ভিডিও অ্যানালিস্ট হরিপ্রসাদ মোহন গোটা ঘটনার বর্ণনা বিসিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন, “আমরা যখন “WACA” স্টেডিয়ামে অনুশীলনের জন্য পৌঁছায় তখন সেখানে বাচ্চাদের সকালের অনুশীলন শেষ হয়েছিল এবং সকলে জিনিসপত্র গুছিয়ে ফিরে যাচ্ছিল। তার মধ্যেও কিছু বাচ্চা তখনও বল বা ব্যাট হাতে মজা করে খেলছিল। তার মধ্যে একজন বাচ্চা ছিল যার উপর নজর পড়ে রোহিতের। ওর সুন্দর রানা এবং অসাধারণ বোলিং অ্যাকশন দেখে সকলেই খুব প্রভাবিত হয়েছিল।”

এরপর রোহিত শর্মা ড্রেসিংরুমের বাইরে বেরিয়ে আসেন এবং ছেলেটিকে ডেকে নেন। ছেলেটিকে আরো কিছু বল করানোর পর নিজের ব্যাটিংয়ের সময় বোলিং করতে অনুরোধ করেন ভারতীয় অধিনায়ক। ছেলেটি একটু থমকে গিয়েছিল, তো তারপর খুব উত্তেজিত হবে নেটে ভারত অধিনায়ক এর বিরুদ্ধে নিজেকে উজাড় করে দেন। খানিকক্ষণ অনুশীলনের পর বাচ্চাটিকে ভারতের ড্রেসিংরুমে আমন্ত্রণ জানানো হয় এবং সে বাকি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনা করার সুযোগ পায়।

জানা গিয়েছে বাচ্চাটির নাম দ্রুশিল চৌহান। পার্থে বসবাস করা দ্রুশিল জন্মসূত্রে ভারতীয়। এই অভিজ্ঞতার পর তাঁর কেমন লাগছে সেটা জিজ্ঞাসা করা হলে তরুণ ক্রিকেটার জানান, “প্রথমে আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম যখন আমার বাবা আমাকে এসব বলেছিল যে হয়তো আমাকে রোহিত শর্মার বিরুদ্ধে বোলিং করতে হবে। তো তারপর আমি খুব উত্তেজিত হয়ে পড়ি এবং নেটে রোহিতের বিরুদ্ধে বোলিং করি। আমার প্রিয় বল হল সুইংইং ইয়র্কার। নেটে রোহিতের বিরুদ্ধে সেই বল করার চেষ্টা করেছে।”

অনুশীলন শেষ হবার পর রোহিত আরো কিছুক্ষণ এই তরুণ ক্রিকেটারের সঙ্গে কথা বলেন। তিনি তাকে জিজ্ঞাসা করেন, “তুমি পার্থে থাকো, তাহলে তুমি ভারতের হয়ে কি করে খেলবে ভবিষ্যতে!” জবাবে দ্রুশিল ভারতীয় অধিনায়ককে জানান, “আমি যখন যোগ্য হয়ে উঠবে তখন আমি ভারতে চলে যাব।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর