ভারত ব্যর্থ হলেও এশিয়া কাপে সচিনের রেকর্ড ভেঙেছেন হিটম্যান রোহিত শর্মা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর প্রথমবার প্রবল চাপে পড়েছেন রোহিত শর্মা। গত মঙ্গলবার ভারতীয় দল দুবাইতে এশিয়া কাপের সুপার ফোরের খেলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের সম্মুখীন হয়েছিল। তার আগে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। ফলে প্রবল সমালোচনার শিকার হতে হচ্ছে তাকে।

অবশ্য দল হারলেও নিজে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন রোহিত। তার আগ্রাসী ৪১ বলে ৭২ রানের ইনিংসটি সাজানো ছিল বেশ কিছু দৃষ্টিনন্দন শট দিয়ে। নিজের ৪১ বলের ইনিংসে তিনি ৫ টি চার এবং ৪ টি ছক্কা মেরেছিলেন। তিনি ছাড়া বাকি ভারতীয় ব্যাটাররা প্রত্যেকেই কাল চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন।

রোহিত শর্মা যদিও কাল দুর্দান্ত পারফরম্যান্স করেও নিজের দলকে বাঁচাতে পারেননি। ভারত কাল ৬ উইকেটে শ্রীলঙ্কার কাছে হার মেনে নিয়েছিল। বল হাতে ভারতের দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং রবি অশ্বিন ছাড়া বাকি সকলেরই একদম ব্যর্থ হয়েছিলেন সেটা বলাই যায়। মধ্যে রোহিত শর্মার একটি বড় রেকর্ড ভেঙে দিয়েছিলেন যা আগে কিংবদন্তি সচিন টেন্ডুলকারের নামে ছিল।

72 rohit

সচিন টেন্ডুলকার নিজের কেরিয়ারে ২৩ টি এশিয়া কাপের ম্যাচ খেলে মোট ৯৭১ রান করেছিলেন। রোহিত শর্মা গতকাল তার ৩০ তম এশিয়া কাপের ম্যাচ খেলতে নেমে সচিনকে টপকে তারপর হাজার রানের গণ্ডিও টপকে যান। এই মুহূর্তে তার এশিয়া কাপের রানের সংখ্যা ১০১৬। সচিন যদিও নিজের গোটা রানসংখ্যায় পৌঁছেছিলেন ওডিআই ফরম্যাটে খেলেই। রোহিত শর্মা দুবার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন এশিয়া কাপ।

তবে এসবের ফলে শেষপর্যন্ত কোনো লাভ হলো না ভারতের। কারণ আজ পাকিস্তান সুপার ফোরের অপর ম্যাচে আফগানিস্থানকে হারিয়ে দিয়েছে। অর্থাৎ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে শ্রীলংকা এবং পাকিস্তান। ভারতীয় দল ২০১৬ ও ২০১৮ সালে টানা দুবার এশিয়া কাপ জেতার পর তৃতীয়বারে এসে ফাইনালেও পৌঁছতে পারলো না।

Reetabrata Deb

সম্পর্কিত খবর